বাংলা নিউজ > টেকটক > ১২ হাজারের নিচের চিনা ফোন উঠে গেলে আর কী কী অপশন রয়েছে?

১২ হাজারের নিচের চিনা ফোন উঠে গেলে আর কী কী অপশন রয়েছে?

প্রতীকী ছবি: টুইটার (Twitter)

Chinese Smartphone Alternatives: বাজারে কম দামী চিনা ফোন না থাকলে? তখন তো সেই অন্য অপশনই খুঁজতে হবে। ফলে বিষয়টা কিছুটা চিন্তার তো বটেই। এমন পরিস্থিতিতে, এন্ট্রি লেভেলের ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোনগুলির দিকে নজর রাখতে হবে। আর সেই কারণেই আপনার জন্য একটি তালিকা বানালাম আমরা।

চিনা সংস্থাগুলির স্মার্টফোনের বিক্রি কমাতে চাইছে ভারত সরকার। ১২ হাজার টাকার কম দামের ফোনে লাগাম টানা হতে পারে। এমন অবস্থায় চাপে পড়তে পারেন ফোনের ক্রেতারা।

কারণ কম দামি স্মার্টফোন বলতে সবাই চিনা ফোনগুলিই বোঝেন। ভারতীয় ব্র্যান্ডগুলি সেভাবে এই সেগমেন্টে এঁটে উঠতে পারে না।

কিন্তু বাজারে কম দামী চিনা ফোন না থাকলে? তখন তো সেই অন্য অপশনই খুঁজতে হবে। ফলে বিষয়টা কিছুটা চিন্তার তো বটেই।

এন্ট্রি লেভেল মার্কেটে চিনা স্মার্টফোনের একচেটিয়া আধিপত্য রয়েছে। কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, জুন ২০২২-এর ত্রৈমাসিকে ১২ হাজার টাকার কম দামের স্মার্টফোনগুলি ভারতে মোট বিক্রির প্রায় এক তৃতীয়াংশ। তার মধ্যে চিনা স্মার্টফোনেই প্রায় ৮০% পর্যন্ত। ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোনগুলিকে এগিয়ে নিয়ে যেতে বাজার সংশোধনের কথা ভাবছে মোদী সরকার। কেন্দ্রের আধিকারিকদের সূত্রে মিলেছে এই খবর। দেশীয় শিল্পকে সমর্থন করতে তাই ১২ হাজারের কম দামের চিনা স্মার্টফোনের বিক্রি হতে পারে নিষিদ্ধ।

এমন পরিস্থিতিতে, এন্ট্রি লেভেলের ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোনগুলির দিকে নজর রাখতে হবে। আর সেই কারণেই আপনার জন্য একটি তালিকা বানালাম আমরা।

১. Micromax IN Note 1

দাম: ফ্লিপকার্টে 10,999 টাকা

স্পেসিফিকেশন:

নেটওয়ার্ক সংযোগ- 4G VOLTE, 4G, 3G, 2G

প্রসেসর- Octa core MediaTek Helio G85 (MT6769V/CZ)

অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড 10

র‍্যাম- ৪ জিবি

ইন বিল্ট স্টোরেজ- ১২৮ জিবি। ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল

লক- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

ডিসপ্লে- ৬.৬৭ ইঞ্চি ফুল HD+

ক্যামেরা- রিয়ারে ৪৮MP + ৫MP + ২MP + ২MP এবং ১৬MP ফ্রন্ট ক্যামেরা

ব্যাটারি- ১৮w ফাস্ট চার্জার সহ ৫,০০০ mAh লি-পলিমার ব্যাটারি। ব্যাটারিটি চিনে তৈরি।

২. Micromax in 2B

দাম: আমাজনে ৮,৯৯৯

স্পেসিফিকেশন:

নেটওয়ার্ক সংযোগ- 4G

র‍্যাম-৮ জিবি

স্টোরেজ- ৬৪ জিবি

ডিসপ্লে- ৬.৫২ ইঞ্চি HD+ ডিসপ্লে

ক্যামেরা- ১৩MP + ২MP | ৫MP ফ্রন্ট ক্যামেরা

নিরাপত্তা- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

ব্যাটারি- ৫,০০০ mAh ব্যাটারি

প্রসেসর- ARM Cortex A75 অক্টা কোর প্রসেসর

৩. Lava Z3 Pro

দাম: আমাজনে ৭,৪৯৯ টাকা

স্পেসিফিকেশন:

প্রসেসর- মিডিয়া টেক অক্টা কোর প্রসেসর

ওএস- স্টক অ্যান্ড্রয়েড ১১

ক্যামেরা- ৮MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা

র‍্যাম- ৩ জিবি

অন্তর্নির্মিত স্টোরেজ- ৩২ GB

লক- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

ব্যাটারি- ৫,০০০ mAH

৪. Micromax IN 2C

দাম: আমাজনে ৭,৪৯৯ টাকা

স্পেসিফিকেশন:

নেটওয়ার্ক সংযোগ- 4G VOLTE, 4G, 3G, 2G

র‍্যাম- ৩ জিবি

মেমরি- ৩২ জিবি, ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল

ডিসপ্লে- ৬.৫২ ইঞ্চি HD+ ড্রপ নচ

ক্যামেরা- ৮MP রিয়ার ক্যামেরা এবং ৫MP ফ্রন্ট ক্যামেরা

ব্যাটারি- ৫,০০০ mAh লি-পলিমার ব্যাটারি

OS- Android v11

প্রসেসর- Unisoc T610

৫. Lava X2

দাম: আমাজনে ৬,৪৯৯ টাকা

স্পেসিফিকেশন:

র‍্যাম- ২ জিবি

ইনবিল্ট স্টোরেজ - ৩২ জিবি

প্রসেসর - মিডিয়াটেক হেলিও A25 অক্টা-কোর প্রসেসর

ওএস - স্টক অ্যান্ড্রয়েড 11 গো

ব্যাটারি - ৫,০০০ mAh লি-পলিমার ব্যাটারি

ডিসপ্লে - ১৬০০x৭২০ পিক্সেল এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিয়ো। ৬.৫ ইঞ্চি HD+ IPS নচ ডিসপ্লে

লক - ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি

ক্যামেরা - ৮MP AF ডুয়াল AI রিয়ার ক্যামেরা এবং ৫ MP সেলফি ক্যামেরা

বন্ধ করুন