বাংলা নিউজ > টেকটক > Asteroid near earth: আজই পৃথিবীর কাছাকাছি আসছে এক গ্রহাণু, ভয়ের কিছু আছে?

Asteroid near earth: আজই পৃথিবীর কাছাকাছি আসছে এক গ্রহাণু, ভয়ের কিছু আছে?

ASA জানিয়েছে 2023 CT1 নামের এই গ্রহাণু পৃথিবীর দিকে রওনা দিয়েছে। বুধবার, ১৫ ফেব্রুয়ারি পৃথিবীর খুব কাছ দিয়ে এটি উড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এটি পৃথিবী থেকে ৮,৩৮,০০৩ কিলোমিটার দূরত্ব দিয়ে যাবে। নাসার মতে, এটি ঘণ্টায় ৬০,৯০৫ কিলোমিটার গতিতে ছুটছে।