e-Scooter Recalled: প্রায় ৬,৬০০ টি বৈদ্যুতিক টু-হুইলার ফেরত চেয়ে পাঠিয়েছে ইলেকট্রিক যান নির্মাণকারীরা। মঙ্গলবার ভারী শিল্প মন্ত্রক এই তথ্য দিয়েছে।
1/7পর পর আগুনের জের। প্রায় ৬,৬০০ টি বৈদ্যুতিক টু-হুইলার ফেরত চেয়ে পাঠিয়েছে ইলেকট্রিক যান নির্মাণকারীরা। মঙ্গলবার ভারী শিল্প মন্ত্রক এই তথ্য দিয়েছে। ছবি: পিটিআই (PTI)
2/7সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে, মন্ত্রক জানিয়েছে, মার্চ এবং এপ্রিল মাসে বৈদ্যুতিক দু-চাকার গাড়িতে আগুন লাগার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বেশিরভাগই তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশের। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সংশ্লিষ্ট নির্মাতাদের নোটিশ পাঠিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @bhash) (PTI)
3/7গত ২১ এপ্রিল, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানান, তিনি ইভি উত্পাদন সংক্রান্ত সমস্যাগুলি পরীক্ষার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন। বিশেষত টু-হুইলার সম্পর্কিত বিষয়গুলি খতিয়ে দেখা হবে। ছবি: টুইটার (PTI)
4/7ওলার তরফে জানানো হয়েছে, ই-স্কুটারের আগুনের বিষয়টি তদন্ত করে দেখানো হচ্ছে। (ছবি সৌজন্যে টুইটার ভিডিয়ো) (PTI)
5/7ইভি নির্মাতাদের জন্য আসন্ন নির্দেশিকাগুলিতে সেই কমিটির সুপারিশ যুক্ত করা হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (PTI)
6/7সরকারি ফাইল বলছে, মোট ৬,৬৫৬টি বৈদ্যুতিক টু-হুইলার এখনও পর্যন্ত ফেরত চাওয়া হয়েছে। ওকিনাওয়া গত ১৬ এপ্রিল ৩,২১৫টি স্কুটার ফেরত চেয়ে পাঠিয়েছিল। পিওর ইভি গত ২১ এপ্রিল ২,০০০টি এবং ওলা ইলেকট্রিক ২৩ এপ্রিল ১,৪৪১টি ই-স্কুটার ফেরত চেয়েছিল। ছবি : ওলা (PTI)
7/7বিশেষজ্ঞদের মতে, যে কোনও নতুন কনজিউমার প্রোডাক্টে প্রাথমিক পর্যায়ে গলদ থাকাটাই স্বাভাবিক। নির্মাতাদের বিদেশ থেকে ডিজাইন স্বত্ব কেনা এড়িয়ে চলতে হবে। ভারতীয় প্রযুক্তিতে, ভারতীয় রাস্তার জন্য ই-যানের টেস্টিং বাড়াতে হবে। (ছবি সৌজন্য ওলা) (PTI)