বাংলা নিউজ > টেকটক > Ather 450X: মাত্র ১০ মিনিটের চার্জেই ছুটবে ১৫ কিমি! কত দাম পড়বে?
পেট্রলের দামে পকেট পুড়ছে। তাই অনেকেই ধীরে ধীরে ব্যাটারিচালিত যানের দিকে ঝুঁকছেন। সেক্ষেত্রে নজরে রাখতে পারেন Ather 450X। ইলেকট্রিক বলে চার্জিংয়ে অনেক সমস্যা, এমনটা ভাবার কিন্তু কোনও কারণ নেই। মাত্র ১০ মিনিটের চার্জেই ১৫ কিলোমিটার ছুটবে এই স্কুটার।
এক নজরে দেখে নিন Ather 450X-এর স্পেসিফিকেশন (Ather 450X Specifications):
>>> Ather 450X-এ 2.9 Kwh ব্যাটারি প্যাক রয়েছে। স্কুটারটিতে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর 6kW পাওয়ার এবং 26Nm টর্ক জেনারেট করে।
>>> 0 থেকে 40 KM/hr : ৩.৪১ সেকেন্ড
>>> টপ স্পিড : ৮০ KM/hr
>>> রেঞ্জ : এক চার্জেই Ather 450X ১১৬ কিলোমিটার চলবে বলে জানিয়েছে সংস্থা।
Ather 450X-এর দাম :
Ather 450X-এর দাম ১,৩২,৪২৬ লক্ষ টাকা(এক্স-শোরুম, দিল্লি)।
এই দামে Ola S1 Pro-এরও অপশন পাবেন। ওলার এই ই-স্কুটার সম্পর্কে জানতে ক্লিক করুন এই লিঙ্কে।
টেকটক খবর