বাংলা নিউজ > টেকটক > ATM-এ কার্ড লাগবে না, UPI- App দিয়েই টাকা তোলার সুবিধা আসছে

ATM-এ কার্ড লাগবে না, UPI- App দিয়েই টাকা তোলার সুবিধা আসছে

ছবি প্রতীকী : রয়টার্স (Reuters)

NCR কর্পোরেশনের সঙ্গে হাত মিলিয়েছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক। যৌথ উদ্যোগে দেশজুড়ে ইনস্টল করা হবে নতুন প্রযুক্তি। ইতিমধ্যেই ১,৫০০ এটিএম-এ QR কোড-ভিত্তিক কার্ডলেস ক্যাশ উইথড্র-এর সুবিধা চালু হয়ে গিয়েছে।

সঙ্গে স্মার্টফোন থাকলেই যথেষ্ট। UPI-এর কোনও অ্যাপ দিয়ে ATM থেকে তোলা যাবে টাকা। খুব শীঘ্রই এই মাল্টিটাস্কিং-যুক্ত কার্ডলেস সিস্টেম আনছে ATM প্রস্তুতকারক সংস্থা NCR কর্পোরেশন।

NCR কর্পোরেশনের সঙ্গে হাত মিলিয়েছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক। যৌথ উদ্যোগে দেশজুড়ে ইনস্টল করা হবে নতুন প্রযুক্তি। ইতিমধ্যেই ১,৫০০ এটিএম-এ QR কোড-ভিত্তিক কার্ডলেস ক্যাশ উইথড্র-এর সুবিধা চালু হয়ে গিয়েছে।

ঠিক কেমন এই সুবিধা?

এখন নির্দিষ্ট কিছু এটিএম-এ YONO অ্যাপ ব্যবহার করে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা টাকা তুলতে পারেন। তবে NCR কর্পোরেশনের তৈরি সিটি ইউনিয়ন ব্যাঙ্কের এটিএম-এ UPI-ভিত্তিক অ্যাপ ব্যবহার করে যে কেউ টাকা তুলতে পারবেন। অর্থাত্ PayTM, BHIM, GPay ইত্যাদি ব্যবহার করে তোলা যাবে টাকা।

UPI এনাবেল করা এটিএম-এ টাকা তুলতে কার্ডও নিয়ে যেতে হবে না।বর্তমানে চালু হওয়া এই ধরনের এটিএম-এ টাকা তোলার উর্ধ্বসীমা ৫,০০০ টাকা।

এটা কিআদৌ নিরাপদ?

এটিএম-এ কার্ড ব্যবহার করার তুলনায় এটি নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এতে কার্ড চুরি, হারানোর ঘটনা কমবে। এটিএম-এ স্কিমার বসিয়ে কার্ড কপি করার মতো ঘটনাও হবে না।

প্রতিবার লেনদেনের জন্য নতুন নতুন QR কোড দেওয়া হবে। অর্থাত্ দোকানের মতো একটাই QR কোড থাকবে না। ফলে কারও সেখানে কারচুপি করে নকল QR কোড লাগানোরও অবকাশ নেই।

NCR কর্পোরেশন জানিয়েছে, ভবিষ্যতে দেশজুড়ে আরও বেশি ATM-এ এই সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে। বেশ কয়েকটি বেসরকারি ও রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।

বন্ধ করুন