বাংলা নিউজ > টেকটক > Uber রাইডে ভাড়া দেখাচ্ছে ৪০০০! স্ক্রিনশট ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন

Uber রাইডে ভাড়া দেখাচ্ছে ৪০০০! স্ক্রিনশট ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন

ফাইল ছবি-উবার (REUTERS)

সার্জ প্রাইসিংয়ের সমস্যায় নাজেহাল যাত্রীরা। কিন্তু এবার স্ক্রিনশট ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন। 

কোথায় যেতে হবে, অ্যাপ ক্যাব ডাকতে গেলেন। মারাত্মক ভাড়া দেখে অ্যাপ বন্ধ করে দিয়েছেন, এরকম হামেশাই হয়ে থাকে। বিশেষত যখন ডিমান্ড থাকে গ্রাহকদের। কিন্তু এবার বেঙ্গালুরুর এক ব্যক্তির সঙ্গে যা হল, তারপর রীতিমত চক্ষু চড়কগাছ সবার। মাত্রাতিরিক্ত দাম দাবি করার জন্য আইনি ব্যবস্থার মুখেও পড়েছে অ্যাপ ক্যাব সংস্থা উবার। 

টুইটারে যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একজন বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে ইলেকট্রনিক সিটি যেতে চেয়েছিলেন। তার জন্য UberXL-এ ভাড়া চেয়েছিল ৪০৫১.১৫। এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কমিশনার ফর রোড সেফটি ও ট্রান্সপোর্ট এস এন সিদ্দারামাপ্পা আরটিও-কে নির্দেশ দিয়েছেন উবারকে নোটিশ পাঠানোর। তিনি বলেছেন যে এরকম ভাবে সার্জ চার্জ বসানো বেআইনি। সেই জন্যই আরটিওকে নোটিশ পাঠাতে বলেছি। 

এই সেই ভাইরাল হওয়া টুইট-

উবারের বেসিক প্যাকটি নিলেও তাঁকে অন্তত ২৫৯০ টাকা দিতে হত এবং এক্সএল-এর ক্ষেত্রে গচ্চা যেত ৪০৫১ টাকা। জনৈক ব্যক্তি যাচ্ছিলেন এয়ারপোর্ট থেকে ইলেকট্রনিক সিটি। প্রায় ৫২ কিলোমিটারের রাস্তা যেতে দুই ঘণ্টা মতো লাগে। সেদিক থেকে দেখতে গেলে খুব একটা কম দূরত্ব নয় এটি। তবে সাধারণত দেড় থেকে দুই হাজারের মধ্যে ভাড়া হওয়া উচিৎ ছিল। কিন্তু সার্জ প্রাইসিংয়ের জেরেই এত আকাশছোঁয়া দাম হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বহুদিন ধরেই নীতি নির্ধারকরা সার্জ প্রাইসিং নিয়ে অ্যাপ ক্যাব সংস্থাদের সতর্ক করছেন। লাগামছাড়া মুনাফা যে করা যাবে না, সেটাও তারা বলছেন। কিছুক্ষেত্রে সার্জ প্রাইসিং বন্ধ করার প্রস্তাবও উঠেছে। কিন্তু এখনও কাজের কাজ কিছুই হয়নি। বেঙ্গালুরুর ঘটনা আবার সেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। 

 

 

বন্ধ করুন