করোনা পরিস্থিতিতে বেড়েছে ইন্টারনেটের চাহিদা। ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ওটিটি দেখার জন্য অনেকেই সাশ্রয়ী ব্রডব্যান্ড প্ল্যান খুঁজছেন।
এই প্রতিবেদনে Jio, Airtel ও BSNL-এর এই ধরনের ব্রডব্যান্ড প্ল্যানের কথা জানতে পারবেন। সবকটারই দাম ৫০০ টাকার কম।রইল সম্পূর্ণ বিবরণ:
১. Jio-র সবচেয়ে সস্তার প্ল্যান
Jio-র সবচেয়ে সস্তার প্ল্যানে ৩০ Mbps ইন্টারনেট স্পিড পাবেন। JioFiber-এর এই প্ল্যানে মাসে খরচ ৩৯৯ টাকা। এই প্ল্যানের FUP সীমা হল ৩,৩০০ Gb বা ৩.৩TB৷
তবে এই প্ল্যানে কোনও OTT অন্তর্ভুক্ত নেই। যাঁরা কাজ ও ক্লাসের জন্য সাশ্রয়ী মূল্যের প্ল্যান খুঁজছেন তাঁদের জন্য এটি সেরা।
২. Airtel-এর সবচেয়ে সস্তার প্ল্যান
এয়ারটেলের Xstream Fiber-এর 'বেসিক' প্যাকের দাম প্রতি মাসে ৪৯৯ টাকা । এতে ৪০ Mbps ইন্টারনেট স্পিড পাবেন। ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট ৩.৩TB বা ৩,৩০০ Gb মাসিক FUP ডেটা পাবেন।
৩. BSNL এর সবচেয়ে সস্তার প্ল্যান
BSNL-এর ভারত ফাইবার ব্রডব্যান্ডের বেশ কিছু সাশ্রয়ী মূল্যের প্ল্যান আছে। সবচেয়ে সস্তা হল 'ফাইবার বেসিক' প্ল্যান। দাম ৪৪৯ টাকা (জিএসটি বাদে)। এতে ৩০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাবেন। ৩.৩TB বা ৩,৩০০ Gb মাসিক FUP ডেটা পাবেন।