বাংলা নিউজ > টেকটক > বিনামূল্যে সিনেমা ও Web Series দেখার জন্য সেরা প্ল্যান কোনটা? জেনে নিন এখনই

বিনামূল্যে সিনেমা ও Web Series দেখার জন্য সেরা প্ল্যান কোনটা? জেনে নিন এখনই

ছবি : টুইটার (Twitter)

ব্যবহারকারীদের এই চাহিদাকে মাথায় রেখে, Airtel এবং Vodafone-Idea (Vi) কিছু দুর্দান্ত প্রিপেড প্ল্যান সাজিয়েছে।

সিনেমা এবং ওয়েব সিরিজ দেখার জন্য বেশি ডেটা প্রয়োজন৷ ফলে প্রচুর ডেটা দেওয়া হবে এমন প্ল্যানে রিচার্জ করতে হবে। ব্যবহারকারীদের এই চাহিদাকে মাথায় রেখে, Airtel এবং Vodafone-Idea (Vi) কিছু দুর্দান্ত প্রিপেইড প্ল্যান সাজিয়েছে।

এই প্রিপেড প্ল্যানগুলিতে ৭৩০ জিবি পর্যন্ত ডেটা ছাড়াও বিনামূল্যে কলিং এবং OTT অ্যাপগুলিতে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন৷

Airtel-এর ৩৪৯ টাকার প্ল্যান

মেয়াদ : ২৮ দিন।

ডেটা : দিনে ২.৫ জিবি।

কল : আনলিমিটেড।

SMS : দিনে ১০০টি।

সাবস্ক্রিপশন : অ্যামাজন প্রাইমের ফ্রি সাবস্ক্রিপশন।

আরেকটু বেশি ডেটা চাইলে Airtel-এর ৩৯৮ টাকার প্ল্যানটা নিতে পারেন। এতেও মেয়াদ ২৮ দিন। বাকিগুলিও ৩৪৯-এর মতো। কিন্তু এতে দিনে ৩ জিবি করে ডেটা পাবেন।

Vi-এর ৫০১ টাকার প্ল্যান

মেয়াদ : ২৮ দিন।

ডেটা : দিনে ৩ জিবি। সেই সঙ্গে ১৬ জিবি অতিরিক্ত ডেটা।

কল : আনলিমিটেড।

SMS : দিনে ১০০টি।

সাবস্ক্রিপশন : এক বছরের জন্য Disney+ Hotstar-এ বিনামূল্যে।

বন্ধ করুন