হঠাত্ই নানা অফারের ঝুলি নিয়ে এগিয়ে আসছে বিএসএনএল। রাষ্ট্রায়ত্ত্ব এই সংস্থা নিত্যনতুন প্ল্যান আনছে। টেক্কা দেওয়ার চেষ্টা করছে অন্যান্য জনপ্রিয় টেলিকম সংস্থাগুলিকে।
এবার আগের এক প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিল BSNL । ৬৯৯ টাকার প্ল্যানের মেয়াদ আরও ৯০ দিন বৃদ্ধি করল সংস্থা।
আগে এই প্ল্যানের মেয়াদ ছিল ৩ মাস। নয়া স্কিমে মাত্র ৬৯৯ টাকাতেই এখন টানা ৬ মাস(১৮০ দিন) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এর সঙ্গে প্রতিদিন 100 SMS পাঠাতে পারবেন। রয়েছে ডেটাও।
এই প্ল্যানে প্রতিদিন ০.৫ জিবি করে হাই-স্পিড ডেটা পাবেন।
তবে এই একই রেঞ্জের প্ল্যান রয়েছে Airtel এবং Reliance Jio-রও। দেখে নিন সেই দুটি সংস্থার প্রিপেড প্ল্যান:
Reliance Jio-র ৬৬৬ টাকার প্রিপেড প্ল্যান :
মেয়াদ : ৫৬ দিন। আনলিমিটেড কলিং। দৈনিক ডেটা : ২ জিবি করে। মোট ডেটা : ১১২ জিবি। SMS: দিনে ১০০টা।
এছাড়া Jio-র বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশান পাবেন।
Airtel-এর ৬৯৮ টাকার প্রিপেড প্ল্যান :
মেয়াদ : ৮৪ দিন। আনলিমিটেড কলিং। দৈনিক ডেটা : ২ জিবি করে। SMS: দিনে ১০০টা।এছাড়া আমাজন প্রাইমের সাবস্ক্রিপশনের ট্রায়াল পাবেন।