বাংলা নিউজ > টেকটক > Best Prepaid Plan: ৬৯৯ টাকায় সেরা প্ল্যান কার? Airtel, BSNL নাকি Jio-র?

Best Prepaid Plan: ৬৯৯ টাকায় সেরা প্ল্যান কার? Airtel, BSNL নাকি Jio-র?

ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা  (Soumick Majumdar)

দেখে নিন এক নজরে। এরপর নিজেই স্থির করুন আপনার প্রয়োজন অনুযায়ী কে সেরা।

হঠাত্ই নানা অফারের ঝুলি নিয়ে এগিয়ে আসছে বিএসএনএল। রাষ্ট্রায়ত্ত্ব এই সংস্থা নিত্যনতুন প্ল্যান আনছে। টেক্কা দেওয়ার চেষ্টা করছে অন্যান্য জনপ্রিয় টেলিকম সংস্থাগুলিকে।

এবার আগের এক প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিল BSNL । ৬৯৯ টাকার প্ল্যানের মেয়াদ আরও ৯০ দিন বৃদ্ধি করল সংস্থা।

আগে এই প্ল্যানের মেয়াদ ছিল ৩ মাস। নয়া স্কিমে মাত্র ৬৯৯ টাকাতেই এখন টানা ৬ মাস(১৮০ দিন) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এর সঙ্গে প্রতিদিন 100 SMS পাঠাতে পারবেন। রয়েছে ডেটাও।

এই প্ল্যানে প্রতিদিন ০.৫ জিবি করে হাই-স্পিড ডেটা পাবেন।

তবে এই একই রেঞ্জের প্ল্যান রয়েছে Airtel এবং Reliance Jio-রও। দেখে নিন সেই দুটি সংস্থার প্রিপেড প্ল্যান:

Reliance Jio-র ৬৬৬ টাকার প্রিপেড প্ল্যান :

ছবি : জিও-র ওয়েবসাইট 
ছবি : জিও-র ওয়েবসাইট  (Jio's Website)

 মেয়াদ : ৫৬ দিন। আনলিমিটেড কলিং। দৈনিক ডেটা : ২ জিবি করে। মোট ডেটা : ১১২ জিবি। SMS: দিনে ১০০টা। 

এছাড়া Jio-র বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশান পাবেন। 

Airtel-এর ৬৯৮ টাকার প্রিপেড প্ল্যান :

ছবি : এয়ারটেল 
ছবি : এয়ারটেল  (Airtel)

মেয়াদ : ৮৪ দিন। আনলিমিটেড কলিং। দৈনিক ডেটা : ২ জিবি করে। SMS: দিনে ১০০টা।এছাড়া আমাজন প্রাইমের সাবস্ক্রিপশনের ট্রায়াল পাবেন।

বন্ধ করুন