বাংলা নিউজ > টেকটক > Smartphones under 8,000: সস্তায় সেরা ৩টি স্মার্টফোন, না দেখলে পস্তাবেন

Smartphones under 8,000: সস্তায় সেরা ৩টি স্মার্টফোন, না দেখলে পস্তাবেন

কম দামের মধ্যে রইল সেরা ৩টি অপশন। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)

Flipkart-এ ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন। বাজেট স্মার্টফোন কেনার এই সুযোগ। বাজারে ৮,০০০ টাকার রেঞ্জে বেশ কয়েকটা ফোন রয়েছে। এই প্রতিবেদনে Flipkart-এ সস্তার মধ্যে ৩টি দুর্দান্ত স্মার্টফোনের কথা জানতে পারবেন। ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫,০০০ mAh ব্যাটারি এবং ৩২GB স্টোরেজের মতো ফিচার্স পেয়ে যাবেন। আরও পড়ুন: Poco M4 Pro: ১৫ হাজারের মধ্যে লোভনীয় প্যাকেজ, এক নজরে ছবি, ফিচার্স

১ . POCO C31

ফাইল ছবি: ফ্লিপকার্ট
ফাইল ছবি: ফ্লিপকার্ট (flipkart)

দাম ৮,০০০ টাকার মধ্যে। তাতেই পাবেন তিনটি রিয়ার ক্যামেরা।

ফিচার্স

ডিসপ্লে : ৬.৫৩ ইঞ্চি HD+

রিয়ার ক্যামেরা : ১৩MP + ২MP + ২MP

ফ্রন্ট ক্যামেরা : ৫MP

ব্যাটারি : ৫০০০ mAh

প্রসেসর : MediaTek Helio G35

দাম : ৩ GB RAM + ৩২ GB স্টোরেজ মডেলের দাম ৭,৯৯৯ টাকা।

২ . Realme Narzo 50i

ফাইল ছবি: ফ্লিপকার্ট
ফাইল ছবি: ফ্লিপকার্ট (flipkart)

ডিজাইনের দিক দিয়ে এটি বেশ সুন্দর। দেখে নিন দাম, ফিচার্স।

ফিচার্স

ডিসপ্লে : ৬.৫ ইঞ্চি

রিয়ার ক্যামেরা : ৮ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা : ৫ মেগাপিক্সেল

ব্যাটারি : ৫০০০ mAh

প্রসেসর : SC9863A

দাম : ২ GB RAM + ৩২ GB স্টোরেজ মডেলটি Flipkart-এ ৭,৫৪৯ টাকায় পাবেন।

৩. Infinix Smart 5

ছবি: ফ্লিপকার্ট 
ছবি: ফ্লিপকার্ট  (Flipkart)

দীর্ঘস্থায়ী ব্যাটারি চাইলে এটি ভাল অপশন।

ফিচার্স

ডিসপ্লে : ৬.৮২ ইঞ্চি HD+

রিয়ার ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা : ৮ মেগাপিক্সেল

ব্যাটারি : ৬০০০ mAh

প্রসেসর : MediaTek Helio G25

দাম : ২ GB RAM + ৩২ GB স্টোরেজ মডেলের দাম ৭,৪৯৯ টাকা।

বন্ধ করুন