বাংলা নিউজ > টেকটক > Viral Scam Message: 'ভিডিয়োয় লাইক করলেই ৫০ টাকা', মেসেজ পেয়েছেন তো? কী করবেন আপনি?

Viral Scam Message: 'ভিডিয়োয় লাইক করলেই ৫০ টাকা', মেসেজ পেয়েছেন তো? কী করবেন আপনি?

অল্প টাকা পাঠিয়েই বলা হয়, 'আপনার UPI-তে কোনও সমস্যা হচ্ছে। তাই পেমেন্ট পাঠাতে পারছি না। আপনি বরং আমাদের একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নিন। সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবেন।' সেই লিঙ্কের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করলেই আপনার বারোটা বেজে যাবে।