অল্প টাকা পাঠিয়েই বলা হয়, 'আপনার UPI-তে কোনও সমস্যা হচ্ছে। তাই পেমেন্ট পাঠাতে পারছি না। আপনি বরং আমাদের একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নিন। সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবেন।' সেই লিঙ্কের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করলেই আপনার বারোটা বেজে যাবে।
1/6কিছুই করতে হবে না। খালি একটি লিঙ্কে গিয়ে ইউটিউব ভিডিয়োয় লাইক করুন। আর তাতেই মিলবে মোটা টাকা। শুনেই লোভনীয় অফার মনে হতে পারে। কিন্তু এই অতি লোভেই যে সাংঘাতিক বিপদে পড়তে পারেন, তা কী কখনও ভেবে দেখেছেন? গ্রাফিক্স: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
2/6হ্যাঁ, এমনই নতুন কায়দায় প্রতারণার ফাঁদ পাতছে বেশ কিছু চক্র। সত্যি বলতে এই জাতীয় প্রতারণা আগেও ছিল। তবে ইদানিং যেন তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে এমন মেসেজ, স্ট্যাটাস পোস্ট করছে তারা। সেখানে বলা হচ্ছে, কয়েক মিনিটের কাজেই বাড়ি বসে দিনে ৫,০০০ টাকা পর্যন্ত আয় করা যাবে। প্রতীকী গ্রাফিক্স: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
3/6প্রতারিত ব্যক্তিরা জানিয়েছেন, প্রথম প্রথম এই জাতীয় লিঙ্কের মাধ্যমে ভিডিয়োয় লাইক করার বদলে টাকাও দিয়েছে প্রতারকরা। নিজেদের সোশ্যাল মিডিয়া প্রচার সংস্থা বলে পরিচয় দিচ্ছে তারা। এভাবে বিশ্বাস অর্জন করেই পরের চাল খেলে এই প্রতারকরা। ফাইল ছবি: রয়টার্স (Soumick/HT Bangla)
4/6২-৩ বার অল্প টাকা পাঠিয়েই বলা হয়, 'আপনার UPI-তে কোনও সমস্যা হচ্ছে। তাই পেমেন্ট পাঠাতে পারছি না। আপনি বরং আমাদের একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নিন। সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবেন।' সেই লিঙ্কের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করলেই আপনার বারোটা বেজে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Soumick/HT Bangla)
5/6ওই অ্যাপ আসলে কোনও ম্যালওয়ার, ট্রোজান রিমোট অ্যাকসেস অ্যাপ। এর মাধ্যমে আপনার ফোনের উপর কার্যত আড়ি পাততে শুরু করে প্রতারকরা। আপনার ইমেল, OTP, পাসওয়ার্ড, UPI, ব্যাঙ্কের তথ্যাদি সবই হাতাতে পারবে তারা। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
6/6ক্রমেই এই জাতীয় প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। তাই আগামিদিনে এমন মেসেজ পেলে অবশ্যই প্রেরককে সাবধান করুন বা ব্লক করুন। সন্দেহজনক কোনও মেসেজ/ইমেলের লিঙ্কে কখনও ক্লিক করবেন না। কোথাও খুব সহজেই প্রচুর টাকা, ডিসকাউন্টের গল্প দেওয়া হলেই বুঝে নেবেন, 'ডাল মে কুছ কালা হ্যায়!' ফাইল ছবি: শাটারস্টক (Soumick/HT Bangla)