বুধবার ক্রমবর্ধমান QR Code কারচুপির বিষয়ে গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টুইটার পোস্টের মাধ্যমে এই ধরনের জালিয়াতির বিষয়ে গ্রাহকদের সতর্ক করল SBI ।
টাকা প্রেরণের উদ্দেশ্য ছাড়া, হঠাত্ কেউ অজানা সূত্র থেকে QR Code পাঠালে স্ক্যান করবেন না। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক করে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
করোনা পরিস্থিতিতে বেড়েছে অনলাইন লেনদেন। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন প্রতারণা।
এ বিষয়ে একটি ভিডিয়োও টুইট করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল।
ঠিক কী কে QR Code-এর মাধ্যমে জালিয়াতি হয়?
ধরুন আপনি অনলাইন সেকেন্ড হ্যান্ড কোনও জিনিস বিক্রি করবেন। এবার আপনি ক্রেতার সঙ্গে কথা বললেন। ক্রেতা জিনিসটি কিনতে রাজি হল। আপনাকে একটি QR Code পাঠাল। জানাল যে সেই QR Code স্ক্যান করলেই নাকি আপনি টাকা পেয়ে যাবেন।
এখানেই কারচুপি। টাকা পেতে QR Code স্ক্যানের কোনও প্রয়োজনই নেই। টাকা দিতেই একমাত্র প্রয়োজন। এই ধরনের QR Code-এর মধ্যেই থাকে জালিয়াতির ফাঁদ।
এছাড়া হঠাত্ কোনও অচেনা সূত্র থেকে প্রাপ্ত QR Code স্ক্যান না করাই বুদ্ধিমানের কাজ হবে।