বুধবার এয়ারটেলের পোস্ট-আর্নিং আলোচনার সময়ে এই কথা বলেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, 'আশা করি টেলিকম সেক্টরে ভবিষ্যতে কিছুটা হলেও সুবুদ্ধি আসবে, যাতে দাম খুব বেশি দেরি হওয়ার আগে কিছুটা বৃদ্ধি করা যায়।'
1/5ভারতের টেলিকম সেক্টরে বর্তমানে যে দামের কাটামো সাজানো আছে, তা 'দুর্ভাগ্যবশত ভগ্ন অবস্থায় রয়েছে।' এমনই মত প্রকাশ করলেন ভারতীয় এয়ারটেলের CEO গোপাল ভিত্তল। ফাইল ছবি: এএনআই (ANI)
2/5বুধবার এয়ারটেলের পোস্ট-আর্নিং আলোচনার সময়ে এই কথা বলেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, 'আশা করি টেলিকম সেক্টরে ভবিষ্যতে কিছুটা হলেও সুবুদ্ধি আসবে, যাতে দাম খুব বেশি দেরি হওয়ার আগে কিছুটা বৃদ্ধি করা যায়।' ফাইল ছবি: ব্লুমবার্গ (ANI)
3/5'আমাদের ক্ষেত্রে, রিচার্জ প্ল্যান শুরু হচ্ছে ২৪০-২৫০ টাকা থেকে। এতে আপনি দিনে ১.৫ জিবি করে ডেটা পাবেন। সেই সঙ্গে আনলিমিটেড কল, ১০০টি টেক্সট মেসেজ। ফলে ব্যবহারকারীদের আরও বেশি দামের কোনও প্ল্যান কেনার সেভাবে প্রয়োজনীয়তাই নেই,' ব্যাখা তাঁর। ফাইল ছবি : রয়টার্স (ANI)
4/5'কিন্তু আদর্শ ক্ষেত্রে আপনার ১০০ টাকার একটি প্ল্যান থাকা উচিত। তাতে কম সুবিধা পাবেন। আবার ২০০ টাকায় তার থেকে কিছুটা বেশি। আবার ধরুন ১,০০০ টাকার প্ল্যানে অনেক বেশি বেনেফিট পাবেন। এটা করলে, তবেই গ্রাহকপিছু আয় বাড়বে,' দাবি করেন তিনি। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (ANI)
5/5বর্তমানে ভারতী এয়ারটেলের গ্রাহকপ্রতি গড় আয় ১৯৩ টাকায় দাঁড়িয়ে আছে। গত ২ ত্রৈমাসিক ধরে এই একই অবস্থা। রিলায়েন্স Jio-র ক্ষেত্রে এটি ১৭৮.৮০ টাকা এবং ভোডাফোন আইডিয়া(Vi)-র ক্ষেত্রে ১৩৮ টাকা। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (ANI)