পছন্দের পদে চাকরি পাননি বলে, সরাসরি কোম্পানির মালিককেই অকথ্য কথা শুনিয়ে দিয়েছেন ভারতীয় চাকরিপ্রার্থী। ভারতে বসে নিয়োগের সবচেয়ে খারাপ দিকটি দেখেছেন আমেরিকান স্টার্টআপের মালিক, নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এদিন।
ক্যাটফ গেমিং-এর প্রতিষ্ঠাতা অ্যান্থনি (টনি) ক্লোরের সঙ্গে ঘটেছে এই অস্বস্তিকর ঘটনাটি। একজন চাকরিপ্রার্থীর কাছ থেকে অত্যন্ত অপব্যবহার পেয়েছেন তিনি। চাকরি না দেওয়ার কারণে যে এত বড় এবং খারাপ কথা শুনতে হতে পারে, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। রীতিমত অসন্তুষ্ট হয়ে, চাকরির জন্য যিনি আবেদন করেছিলেন, তাঁর সঙ্গে নিজের কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ক্লোর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এখন ভাইরাল এটি।
আরও পড়ুন: (Bizarre: এই গণিত শিক্ষক বিশ্বের ১৬৫ জন শিশুর বাবা! তাঁর কারণে আরও ১০ জন নারী এখন গর্ভবতী)
ভাইরাল পোস্টে কী বলেছিলেন চাকরিপ্রার্থী
স্ক্রিনশটটিতে অত্যন্ত অপমানজনক কথা লেখা রয়েছে। সম্প্রতি সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরুতে চলে এসেছেন ক্লোর। নিজের স্টার্টআপ কোম্পানির জন্য লোক খুঁজেছিলেন। এমন সময় ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর। কিন্তু তিনি যে পদে কাজ করতে চেয়েছিলেন, তা দেওয়া সম্ভব হয়নি ক্লোরের পক্ষে। তাই তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু অন্য পদে কাজের জন্য জিজ্ঞাসা করা হয়েছিল ব্যক্তিটিকে। আর এতেই রেগে গিয়েছিলেন তিনি। প্রত্যাখ্যাত আবেদনকারী, ক্লোরকে তাঁর মায়ের কাছে গিয়ে, নিজের জন্ম নেওয়ার জন্য ক্ষমা চাইতে বলেছিলেন, তাঁকে হিন্দিতে গালি দিয়েছিলেন। ক্লোর, হিন্দি শব্দটি বোঝেননি। তিনি তখনও চাকরিতে আগ্রহী কিনা, জিজ্ঞাসা করেছিলেন ব্যক্তিকে। এরপরেই আসে ভয়ঙ্কর উত্তরটা, যা দেখে হতাশ ক্লোর।
আরও পড়ুন: (Aloe Vera: ওজন কমানো হোক বা চুল থেকে ত্বকের সমস্যা, সব কিছুর মুশকিল আসান অ্যালোভেরা)
কখনও কখনও ভারতে চাকরি প্রার্থীরা প্রত্যাখ্যানকে খুব ভালোভাবে নেন না। এক্স-এ স্ক্রিনশট শেয়ার করার সময় ক্লোর লিখেছেন এমনটাই। পোস্টটি দেখে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। একজন লিখেছে, ভাবা যায় না। এত অশিক্ষিত ব্যবহার।
আরও পড়ুন: (Celeb honeymoon pictures: সোনাক্ষী-জাহির বা অনুষ্কা-বিরাট, যে সেলেব কাপলদের হানিমুনের ছবি মন কেড়েছে সবার)
কেউ কেউ দেশবাসীর হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। একজম ব্যবহারকারী লিখেছেন যে দুঃখিত আপনাকে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছিল।