Blinkit: দশ মিনিটে বাড়িতে মিস্ত্রি থেকে নাপিত! সব পাঠিয়ে দেবে জোমাটোর অধীনস্থ এই অ্যাপ
Updated: 01 Mar 2023, 10:53 PM ISTআগামিদিনে এই ফিল্ডের প্রধান প্ল্যাটফর্ম আরবান কোম্পানির সঙ্গে একেবারে সরাসরি টেক্কা দিতে হবে ব্লিঙ্কিটকে। এক্ষেত্রে উল্লেখ্য, Zomato-রই সহ-প্রতিষ্ঠাতা এবং CEO দীপিন্দর গোয়ালকে ২০২২ সালের মার্চে আরবান কোম্পানির বোর্ডে একজন স্বাধীন ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন।
পরবর্তী ফটো গ্যালারি