আর মাত্র ৯ দিন পরেই Vitara Brezza-র নতুন জেনারেশনের মডেল লঞ্চ হবে। আগামী ৩০ জুন ২০২২-এ Brezza 2022 লঞ্চ করবে মারুতি। নতুন ব্রেজায় এসইউভি-র ডিজাইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে একাধিক রোড টেস্টের সময়ে নতুন ফেসলিফট দেখা গিয়েছে।
নতুন-জেনারেশনের ব্রেজাতে নতুন ডিজাইনের অ্যালয় হুইল এবং একটি রিডিজাইন করা ফ্রন্ট গ্রিল দেখা গিয়েছে। নতুন গ্রিল-সহ একটি আপডেটেড বাম্পার এবং এল-শেপ-এর ডিআরএল রয়েছে।
নতুন ফ্রন্ট ফেন্ডার এবং রিডিজাইন করা হুডের কারণে একটু ফ্রেশ লুক এসেছে নতুন মডেলে। তার পাশাপাশি নতুন টেললাইট, নতুন টেলগেট এবং আগের তুলনায় একটি ভিন্ন ডিজাইনের রিয়ার বাম্পার দেওয়া হয়েছে। নতুন Maruti Brezza 2022-এর ইন্টেরিয়র ফিচার্স এবং সিকিউরিটিরও আপডেট করা হয়েছে।
থাকছে নয়া ইঞ্জিন
নতুন Brezza-তে নয়া 1.5-লিটার K15C পেট্রল ইঞ্জিন থাকছে। নতুন Ertiga এবং XL6-তেও এই একই ইঞ্জিন থাকছে। ইঞ্জিনটি 103bhp এবং 137Nm টর্ক উৎপন্ন করে। ট্রান্সমিশন অপশনগুলির মধ্যে একটি 5-স্পিড ম্যানুয়াল এবং একটি 6-স্পিড টর্ক কনভার্টার অটোম্যাটিক পাবেন।
সিএনজি ভার্সানে ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিটে থাকবে। সেই ইঞ্জিনটি প্রায় 87bhp শক্তি এবং 121Nm টর্ক জেনারেট করবে। একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকবে।
কত দাম হবে?
নতুন Brezza 2022-এর বুকিং শুরু হয়ে গিয়েছে। ১১ হাজার টাকা দিয়ে গাড়ি বুক করা যাবে। নেক্সট জেন Maruti Brezza-র সম্ভাব্য দাম ৮ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হবে।