গত বছরের পর অনেকটাই বেড়ে গিয়েছে বেসরকারি সংস্থাগুলির প্রিপেড প্ল্যানের খরচ। এদিকে BSNL এখনও বেশ কম টাকাতেই পুষ্টিকর প্ল্যান দেয়। বিষয়টা হঠাত্ই উপলব্ধি করতে পেরেছেন গ্রাহকরা।
BSNL-এর দিকে ক্রমেই ঝুঁকছেন গ্রাহকরা। গত বছর Airtel, Jio ও Vi প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে এই প্রবণতা। সকলেই বেশি খরচের ভয়ে বেসরকারি সংস্থার সংযোগ ছেড়ে দিতে চান। বদলে বিএসএনএল-এর দিকে হাত বাড়াচ্ছেন তাঁরা।
আর তা হবে না-ই বা কেন। গত বছরের পর অনেকটাই বেড়ে গিয়েছে বেসরকারি সংস্থাগুলির প্রিপেড প্ল্যানের খরচ। এদিকে BSNL এখনও বেশ কম টাকাতেই পুষ্টিকর প্ল্যান দেয়। বিষয়টা হঠাত্ই উপলব্ধি করতে পেরেছেন গ্রাহকরা।
বিএসএনএল-এর এই প্ল্যানটি এক কথায় অবিশ্বাস্য। কেন? এক নজরে দেখে নিন, ৮০০ টাকারও কমে কী কী পাবেন:
১ বছরের ভ্যালিডিটি*
প্রতিদিন ২ GB করে ডেটা।
প্রতিদিন ১০০টি করে SMS।
২ GB হাই-স্পিড ডেইলি ডেটা এবং প্রতিদিন ১০০টি SMS শুধুমাত্র প্রথম ৬০ দিনের জন্য। এর মানে এই যে, প্ল্যানটির সামগ্রিক বৈধতা ৩৬৫ দিনের। তবে বেনিফিটগুলি শুধুমাত্র প্রথম ২ মাসের জন্য উপলব্ধ হবে।
*এমনিতে এই প্ল্যানে ১ বছরেরই ভ্যালিডিটি। তবে গ্রাহক টানতে দুর্দান্ত অফার চালাচ্ছে BSNL। কী সেই অফার?
আগামী ১২ জুনের মধ্যে রিচার্জ করলে অতিরিক্ত ৩০ দিনের ভ্যালিডিটি দেওয়া হবে।
মাসে কত খরচ পড়ছে?
এক্ষেত্রে আপনার মাসিক খরচ দাঁড়াচ্ছে মাত্র ৬১ টাকা করে। যা কিনা অন্যান্য টেলিকম সংস্থার থেকে বেশ কম।