বাংলা নিউজ > টেকটক > BSNL গ্রাহকদের জন্য সুখবর, পাওয়া যাচ্ছে ৪,৯৯৯ টাকার গিফট, কীভাবে জেনে নিন

BSNL গ্রাহকদের জন্য সুখবর, পাওয়া যাচ্ছে ৪,৯৯৯ টাকার গিফট, কীভাবে জেনে নিন

BSNL গ্রাহকদের জন্য সুখবর, পাওয়া যাচ্ছে ৪,৯৯৯ টাকার গিফট। (ছবিটি প্রতীকী)

কীভাবে মিলবে গিফট বা উপহার, জেনে নিন।

আপনি বিএসএনএল ব্যবহার করেন? তাহলে আপনার সামনে ৪,৯৯৯ টাকার উপহার পাওয়ার দুর্দান্ত সুযোগ আছে। বিএসএনএলের ২০ টি সার্কেলের পোস্টপেড, ল্যান্ডলাইন, ব্রন্ডব্যান্ড, ভারত ফাইবার (এফটিটিএইচ) এবং এয়ারফাইবার ব্যবহারকারীরা সেই উপহার পেতে পারেন। গ্রাহকদের Google Nest Mini স্মার্ট ডিভাইস দিচ্ছে বিএসএনএল। বাজারে যে ডিভাইসের দাম ৪,৯৯৯ টাকার মতো।

কীভাবে মিলবে গিফট বা উপহার?

যে বিএসএনএল গ্রাহকরা অনলাইনে বিল জমা দেবেন, তাঁদের কাছে Google Nest Mini স্মার্ট ডিভাইস পাওয়ার সুযোগ আছে। লাকি ড্রয়ের মাধ্যমে ১০ জন বিজয়ীকে বেছে নেওয়া হবে। যাঁরা Google Nest Mini স্মার্ট ডিভাইস পাবেন। এমনিতে কয়েক সপ্তাহ আগেই ব্রডব্যান্ড গ্রাহকদের অনলাইনে বিল জমা দেওয়ার পোর্টাল চালু করেছে বিএসএনএল। অনলাইনেই বিল জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের আগ্রহ বাড়াতেই সেই বিশেষ অফার দেওয়া হচ্ছে।

Google Nest Mini স্মার্ট ডিভাইসের জন্য কোন কোন শর্ত মেনে চলতে হবে?

শুধুমাত্র অগস্ট মাসের জন্যই সেই অফার চালু থাকবে। Google Nest Mini স্মার্ট ডিভাইস উপহার পাওয়ার জন্য গ্রাহককে আগেভাগেই নিজের বিল জমা দিতে হবে। অর্থাৎ অ্যাডভান্সড পে করতে হবে গ্রাহকদের। যদি বিল জমা দেওয়ার নির্দিষ্ট দিনের পর টাকা দেওয়া হয়, তাহলে সেই অফার মিলবে না।

তারইমধ্যে ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, গত কয়েক মাসে রীতিমতো বাজিমাত করেছে বিএসএনএল। সংস্থার ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড কানেকশন বেড়েছিল ৩৫.১৩ শতাংশ। মে মাসে তা আরও ৩৫.৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর মে মাসে মোট ১১,২৯,০৮০ নতুন গ্রাহক বিএসএনএলের ফাইবার কানেকশন নিয়েছেন। এদিকে রিলায়েন্স জিয়ো কানেকশন নিয়েছেন ১,৭৭,৯৫৯ জন। অর্থাত্ অনেকটাই পিছিয়ে জিয়ো।

বন্ধ করুন
Live Score