PV ১০৭ টাকা সহ সমস্ত লাইফ টাইম প্রিপেড মোবাইল প্ল্... more
PV ১০৭ টাকা সহ সমস্ত লাইফ টাইম প্রিপেড মোবাইল প্ল্যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল।
1/4লাইফ টাইম প্রিপেইড মোবাইল প্ল্যান বন্ধ করার ঘোষণা করল BSNL। সর্বশেষ তথ্য অনুসারে, BSNL ১ ডিসেম্বর ২০২১ থেকে এই প্ল্যান বন্ধ করে দিচ্ছে। ফাইল ছবি : পিটিআই (Reuters)
2/4PV ১০৭ টাকা সহ সমস্ত লাইফ টাইম প্রিপেড মোবাইল প্ল্যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল। ছবি : বিএসএনএল (Reuters)
3/4BSNL এক সময়ে সর্বনিম্ন ট্যারিফ-সহ লাইফ টাইম প্রিপেড মোবাইল প্ল্যান দিত। পরে BSNL এই প্ল্যানগুলি বন্ধ করে দেয়।(প্রতীকী ছবি: রয়টার্স) (Reuters)
4/4কিন্তু, লাইফ টাইম প্রিপেইড প্ল্যান যাঁরা নিয়েছিলেন, সেই গ্রাহকরা এখনও সেই একই ট্যারিফে চালিয়ে যাচ্ছেন। ফলে ক্ষতি হচ্ছে সংস্থার। আপাতত সেটাই বন্ধ করবে সংস্থা। মিনিট প্রতি হিসাবে টাকা কাটা শুরু হবে। ফাইল ছবি : বিএসএনএল (Reuters)