নতুন বছরে বার্ষিক প্ল্যানে অফার দেয় Jio। তাতে গ্রাহকদের ২৯ দিনের অতিরিক্ত ভ্যালিডিটির ঘোষণা করা হয়। কিন্তু Jio-কে টেক্কা দিল BSNL। একটি নতুন অফার নিয়ে এল সরকারি সংস্থা। আর তাতে অতিরিক্ত হিসাবে আরও ৯০ দিনের ভ্যালিডিটি পাবেন।
বিএসএনএলের ২,৩৯৯ টাকার প্রিপেড প্ল্যান
বিএসএনএলের হরিয়ানা টুইটার হ্যান্ডেলে এই অফার সম্পর্কে তথ্য রয়েছে। ২,৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে এখন অতিরিক্ত ৯০ দিনের মেয়াদ দেওয়া হচ্ছে। ফলে একবার রিচার্জ করলেই টানা ৪৫৫ দিনের জন্য নিশ্চিন্ত।
আরও পড়ুন : দিনে ৩ GB ডেটা, ফ্রি'তে Disney+Hotstar - Jio, Vi, Airtel-র মধ্যে সস্তা প্ল্যান কার?
তবে এই প্ল্যানে এর আগেও অফার বসিয়েছিল বিএসএনএল। এই রিচার্জে ৬০ দিনের অতিরিক্ত মেয়াদ দেওয়া হয়েছিল। তবে তা আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হল।
অফারটি আগামী ১৫ জানুয়ারী ২০২২ পর্যন্ত চলবে। প্ল্যানটি শুধুমাত্র হরিয়ানা সার্কেলের জন্য।
২,৩৯৯ টাকার প্ল্যানে ৪২৫ দিনের জন্য প্রতিদিন ১০০টি SMS, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ৩GB হাই-স্পিড ডেটা দেওয়া হবে। অর্থাৎ এই প্ল্যানে আপনি মোট ১,২৭৫ GB ইন্টারনেট পাবেন।
আরও পড়ুন : New Year-র জন্য ধামাকা অফার Jio-র, BSNL-র এই প্ল্যান রিচার্জ করিয়েছেন কি?
এছাড়া ইরোস নাও এন্টারটেইনমেন্টের সাবস্ক্রিপশন পাবেন। পার্সোনালাইজড রিং ব্যাক টোন (PRBT)-সহ আনলিমিটেড গান পরিবর্তনের অপশনও দেওয়া হবে।