ওমিক্রনের ধাক্কায় ফের ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু হয়েছে? তাহলে বাড়িতে তো আবারও যথেষ্ট পরিমাণে ডেটা লাগবে। তাহলে আপনার কাজে লাগতে পারে ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান। যে প্ল্যানে রিচার্জ করলে অনায়াসে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে পারবেন। দিনে খরচ পড়বে মাত্র সাত টাকা।
কী কী সুবিধা আছে ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে?
১) ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ দিনে সাত টাকা ১৩ পয়সার মতো খরচ পড়বে।
২) দিনে ৫ GB হাইস্পিড ডেটা পাবেন। সেই সীমা পেরিয়ে গেলে ডেটার স্পিড (80 Kbps) কমে যাবে।
৩) দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএস পাওয়া যাবে।
৪) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা।
বিএসএনএলের অন্যান্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ রিচার্জ প্ল্যান (১৫১ টাকা এবং ২৫১ টাকা)
তবে শুধু ৫৯৯ টাকা নয়, বিএসএনএলের ২৫১ টাকা এবং ১৫১ টাকারও ‘ওয়ার্ক ফ্রম হোম’ অফার আছে। ১৫১ টাকার প্ল্যানের ভ্যালিডিটি হল ২৮ দিন। তাতে ৪০ GB হাইস্পিড ডেটা পাওয়া যায়। সঙ্গে বিনামূল্যে Zing-এর সাবস্ক্রিপশন পাবেন। আবার ২৫১ টাকার ‘ওয়ার্ক ফ্রম হোম’ অফারের ভ্যালিডিটিও ২৮ দিনের। তবে তাতে অনেক বেশি ডেটা পাবেন। ২৮ দিনে মোট বিনামূল্যে ৭০ GB হাইস্পিড ডেটা দেয় বিএসএনএল। সেইসঙ্গে বিনামূল্যে পাবেন Zing-এর সাবস্ক্রিপশন।