বিনামূল্যে হাইস্পিড ডেটা চাই? আনলিমিটেড ভয়েস কলিং প্রয়োজন? সঙ্গে বিনামূল্যে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন চান? বাজেট ৩০০ টাকার নীচে? যে গ্রাহকরা এরকম প্ল্যানের সন্ধান করছেন, তাঁদের আশা পূর্ণ করবে বিএসএনএল।
৩০০ টাকার নীচে বিএসএনএলের এমন দুটি প্ল্যান আছে, যাতে বিনামূল্যে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। সঙ্গে মিলবে Eros Now-র সাবস্ক্রিপশন। একটি প্ল্যানে তো BSNL Tunes-র সাবস্ক্রিপশনও পাবেন গ্রাহকরা। দুটি প্রিপেড রিচার্জ প্ল্যানের বিষয়ে একনজরে দেখে নিন -
বিএসএনএলের ২৪৭ টাকার রিচার্জ প্ল্যান
১) ৩০ দিনের ভ্যালিডিটি। সেই মোতাবেক দিনে আট টাকার মতো খরচ পড়ে।
২) বিনামূল্যে মোট ৫০ GB হাইস্পিড ডেটা পাবেন। তারপর ইন্টারনেটের স্পিড কমে ৮০ Kbps হয়ে যাবে।
৩) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ পাবেন গ্রাহকরা।
৪) দিনে ১০০ টি এসএমএস পাবেন।
৫) বিনামূল্যে Eros Now-র সাবস্ক্রিপশন পাবেন। বিনামূল্যে মিলববে BSNL Tunes।
বিএসএনএলের ২৯৮ টাকার রিচার্জ প্ল্যান
১) ৫৬ দিনের ভ্যালিডিটি মিলবে ২৯৮ টাকার রিচার্জ প্ল্যানে। দিনে পাঁচ টাকার মতো খরচ পড়বে।
২) এই প্ল্যানে দৈনিক ১ GB হাইস্পিড ডেটা পাবেন। সেই সীমা পেরিয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে হবে ৪০ Kbps।
৩) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে।
৪) দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন গ্রাহকরা।
৫) বিনামূল্যে Eros Now-র সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। তবে ২৯৮ টাকার রিচার্জ প্ল্যানে BSNL Tunes দেওয়া হয় না।