জিও, ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেলকে জোরদার টক্কর দিচ্ছে বিএসএনএল। যে টেলিকম সংস্থার এমন একটি প্ল্যান আছে, যে প্ল্যানে দৈনিক পাঁচ জিবি পর্যন্ত ডেটা পাবেন গ্রাহকরা। সেই প্ল্যানের পাশাপাশি বিএসএনএলের আরও কয়েকটি প্ল্যানের বিষয়ে জেনে নিন, যে প্ল্যানে দৈনিক ডেটা, এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে -
বিএসএনএলের ১৮৫ টাকা এবং ২৯৮ টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএলের ১৮৫ টাকার রিচার্জ প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি থাকে। এই প্ল্যানে প্রতিদিন ৫ GB ডেটা পাবেন। সঙ্গে দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএম এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে। সেইসঙ্গে টেলিকম সংস্থার ২৯৮ টাকার প্ল্যানেও সেইসব সুবিধা আছে। তাতে শুধু ভ্যালিডিটি ৫৬ দিনের হয়।
বিএসএনএলের ১৮৭ টাকা এবং ৩৪৭ টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএলের ১৮৭ টাকার রিচার্জ প্ল্যান আছে। এই প্ল্যানে দৈনিক দু'জিবি ডেটা পাওয়া যায়। ভ্যালিডিটি ২৮ দিনের। দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যায়। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ আছে। ৩৪৭ টাকার প্ল্যানে একইরকম সুবিধা পাওয়া যায়। তবে সেই প্ল্যানে ৫৬ দিনের ভ্যালিডিটি মেলে।
বিএসএনএলের এই প্ল্যানে দৈনিক ৫ GB ডেটা পাওয়া যায়
৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানে দু'জিবি ডেটা পাওয়া যায়। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা। বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যায়। সেই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিনের। দৈনিক পাঁচ জিবি ডেটা পেতে গেলে ৫৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানে রাত ১২ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আনলিমিটেড ফ্রি ডেটা পাওয়া যায়। দৈনিক ১০০ টি এসএমএস করতে পারবেন গ্রাহকরা। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে।