সম্প্রতি দুটি এক মাসের প্ল্যান লঞ্চ করেছে BSNL। দু'টিতেই দারুণ সুবিধা পাবেন। BSNL-এর এই রিচার্জ প্ল্যানগুলি বেশ সস্তা। দাম ২৫০ টাকারও কম। ডেটা এবং কলিং পাবেন।
BSNL-এর ২২৮ টাকার প্ল্যান
BSNL-এর ২২৮ টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং মোট ২GB ডেটা পাবেন। ডেটা শেষ হওয়ার পরেও, ব্যবহারকারীরা ৮০ kbps ইন্টারনেট স্পিড পাবেন। এছাড়াও রোজ ১০০টি SMS পাবেন। এটি একটি মাসিক প্ল্যান। মাসের দিনের সংখ্যার ভিত্তিতে থাকবে। ২৮ দিনের মাস হলে ২৮ দিন চলবে। অন্যদিকে ৩১ দিনের মাস হলে সেই হিসাবে ভ্যালিডিটি বাড়বে।
ভয়েস কলিং : আনলিমিটেড
মোট ডেটা : ২ জিবি
SMS : রোজ ১০০টি করে
ভ্যালিডিটি : ১ মাস
BSNL-এর ২৩৯ টাকার প্ল্যান
BSNL-এর ২৩৯ টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এছাড়াও, দিনে ১০০টি SMS পাবেন। সেই সঙ্গে মোট ২GB ডেটা পাবেন।
ভয়েস কলিং : আনলিমিটেড
মোট ডেটা : ২ জিবি
SMS : রোজ ১০০টি করে
ভ্যালিডিটি : ৩০ দিন
Reliance Jio Data pack: ৩৯৯ টাকায় পুরো পরিবারের ইন্টারনেট! সারা মাস সীমাহীন ডেটা