অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন। আর তাতে কেন্দ্রীয় ব্যাঙ্কের স্পনসরড ডিজিটাল মুদ্রার কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সিবিডিসি বা ডিজিটাল মুদ্রার প্রচলন ডিজিটাল অর্থনীতিতে গতি আনবে। ডিজিটাল মুদ্রা আরও সুগম এবং সস্তার মুদ্রা ব্যবস্থাপনার পথ করে দেবে বলে জানান তিনি। তাই, ব্লকচেন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল রুপি চালু করার প্রস্তাব দেন তিনি। ২০২২-২৩ অর্থবর্ষ থেকেই এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইস্যু করবে। একটি ব্লকচেন মূলত একটি ডিজিটাল লেজার যা লেনদেন রেকর্ড করে। এটি ট্র্যাক করা যায়।
'ডিজিটাল রুপি' মুদ্রা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ডিজিটাল আকারে জারি করবে। এটি প্রকৃত মুদ্রার মতোই হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা, বা (CBDCs) হল একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। এগুলি মূলত ফিয়াট মুদ্রার ডিজিটাল সংস্করণ (ইলেকট্রনিক আকারে)।
আরবিআই গত বছর থেকে কেন্দ্রীয় ব্যাঙ্কের ডিজিটাল মুদ্রা প্রণয়নের জন্য বাস্তবায়ন কৌশল নিয়ে কাজ করছে। গত বছর জুলাইয়ে এক বক্তৃতায়, আরবিআই ডেপুটি গভর্নর টি. রবি শঙ্কর বলেছিলেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রার (সিবিডিসি) জন্য একটি পর্যায়ক্রমে বাস্তবায়ন কৌশল নিয়ে এগনো হচ্ছে। চলছে পরীক্ষা-নিরীক্ষা।
'এগুলি পণ্য বা পণ্যের উপর দাবি নয়। কারণ এগুলির কোনও অন্তর্নিহিত মূল্য নেই। একটি CBDC কেন্দ্রীয় ব্যাঙ্কের জারি করা কাগজের মুদ্রার মতোই। কিন্তু কাগজের বদলে খালি ডিজিটাল রূপ,' জানিয়েছিলেন আরবিআই গভর্নর।