বাংলা নিউজ > টেকটক > Hero-র ইলেকট্রিক স্কুটারে মিলছে ২৮ হাজার টাকার ছাড়!

Hero-র ইলেকট্রিক স্কুটারে মিলছে ২৮ হাজার টাকার ছাড়!

FAME II স্কিমের সংশোধনের পর দু'চাকার বৈদ্যুতিক গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ছবি : টুইটার (Twitter)

এথার এনার্জি (Ather Energy) সবার প্রথমে তাদের স্কুটারগুলির দাম কমানোর ঘোষণা করে।

এখন বোধহয় ইলেকট্রিক স্কুটার কেনার সেরা সময়। কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগের ফলে বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারীরা বেশ কিছুটা দাম হ্রাস করছে। FAME II স্কিমের সংশোধনের পর দু'চাকার বৈদ্যুতিক গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এথার এনার্জি (Ather Energy) সবার প্রথমে তাদের স্কুটারগুলির দাম কমানোর ঘোষণা করে। এবার সেই পথে হাঁটল হিরোও (Hero)। হিরো ইলেকট্রিকও তার ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় ২৮,০০০ টাকা হ্রাস করল।

সম্প্রতি, ভারী শিল্প বিভাগ (DHI) হাইব্রিড এবং বৈদ্যুতিক যানবাহন উত্পাদন প্রকল্পে (FAME II) বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন করেছে। সংশ্লিষ্ট অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী বৈদ্যুতিক দু'চাকার গাড়িগুলিতে দেওয়া kWh প্রতি ১০ হাজারের বদলে ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে।

হিরোর ইলেকট্রিক স্কুটার

হিরো বৈদ্যুতিক স্কুটারগুলির দাম ১২ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত কমিয়েছে। সর্বাধিক ছাড় মিলছে Nyx HX ট্রিপল ব্যাটারি স্কুটারে।

Hero Photon HX-এর দাম আগে ৭৯,৯৪০ টাকা ছিল। এখন সেটা কমে ৭১,৪৪৯ টাকা হয়েছে। অর্থাত্ প্রায় সাড়ে ৮ হাজার টাকা দাম কমল এক ধাক্কায়।

একই সাথে Optima ER ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় ১৯,৬৬০ টাকা হ্রাস পেয়েছে। এখন দাম ৫৮,৯৮০ টাকা। আগে ছিল ৭৮,৬৪০ টাকা।

Hero Nyx HX স্কুটারটির দাম প্রায় ২৭,৯৭৯ টাকা হ্রাস পেয়েছে। আগে এর দাম ছিল ১,১৩,১১৫ টাকা। এখন কমে হয়েছে ৮৫,১৩৬ টাকা।

বন্ধ করুন