বাংলা নিউজ > টেকটক > Ather 450X: এক চার্জেই ছুটবে ১১৬ কিমি! দাম কমল ১৫ হাজার টাকা

ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবেন? কিন্তু দামের বিষয়ে কিছুটা চিন্তিত? সেক্ষেত্রে জানিয়ে রাখি, দেশের অন্যতম জনপ্রিয় ই-স্কুটার Ather 450X-এর দাম কমেছে। একটু-আধটু নয়। এক ধাক্কায় ১৫ হাজার টাকা দাম কমেছে Ather 450X-এর।

আগে জানুন কেন দাম কমল:

এক চার্জেই Ather 450X ১১৬ কিলোমিটার চলবে বলে জানিয়েছে সংস্থা। ছবি : এথার এনার্জি
এক চার্জেই Ather 450X ১১৬ কিলোমিটার চলবে বলে জানিয়েছে সংস্থা। ছবি : এথার এনার্জি (Ather Energy)

সম্প্রতি, কেন্দ্রের ভারী শিল্প দফতর (DHI) বৈদ্যুতিক দু'চাকার যান উত্পাদনের সরকারি ভর্তুকির (FAME II) নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। গত সপ্তাহে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বৈদ্যুতিক দ্বি-চাকার গাড়ির উত্পাদনে সংস্থাগুলিকে শর্তসাপেক্ষে বেশি ভর্তুকি দেওয়ার কথা বলা হয়।

সেই শর্তাবলীতে পাশ করেছে Ather 450X । আর সেই কারণেই এক ধাক্কায় দাম কমানো হয়েছে এই ই-স্কুটারের।

Ather 450X-এর নতুন দাম :

এতদিন পর্যন্ত, Ather 450X-এর দাম ছিল ১,৪৬,৯২৬ টাকা(এক্স-শোরুম, দিল্লি)।

এখন বাড়তি ভর্তুকির কারণে দাম কমানো হচ্ছে বলে ঘোষণা করেছে Ather Energy । এখন Ather 450X-এর দাম ১,৩২,৪২৬ লক্ষ টাকা(এক্স-শোরুম, দিল্লি)।

Ather 450X ইলেকট্রিক স্কুটারটি কেমন? (Ather 450X Specifications)

  • Ather 450X-এ 2.9 Kwh ব্যাটারি প্যাক রয়েছে। স্কুটারটিতে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর 6kW পাওয়ার এবং 26Nm টর্ক জেনারেট করে।
  • 0 থেকে 40 KM/hr : 3.41 Second
  • টপ স্পিড : 80 KM/hr
  • রেঞ্জ : এক চার্জেই Ather 450X ১১৬ কিলোমিটার চলবে বলে জানিয়েছে সংস্থা।

বন্ধ করুন