বাংলা নিউজ > টেকটক > CoWin অ্যাপে টিকার বুকিং হচ্ছে না? উপায় দিলেন বিশেষজ্ঞরা

CoWin অ্যাপে টিকার বুকিং হচ্ছে না? উপায় দিলেন বিশেষজ্ঞরা

ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Hindustan Times)

অনেকেই CoWin অ্যাপে সমস্যার কথা জানিয়েছেন। সেই সমস্যার সমাধানেই এগিয়ে এসেছেন বিশেষজ্ঞরা।

গত ১ মে থেকে শুরু হয়েছে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণের বুকিং। কিন্তু, অনেকেই CoWin অ্যাপে সমস্যার কথা জানিয়েছেন। সেই সমস্যার সমাধানেই এগিয়ে এসেছেন বিশেষজ্ঞরা।

আগ্রার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অমিত আগরওয়াল একটি Covid-19 ভ্যাকসিন ট্র্যাকার তৈরি করেছেন। গুগল শিটের মাধ্যমে এটি বানানো। এর মাধ্যমে কোনও নির্দিষ্ট এলাকায় অ্যাপয়নমেন্ট স্লট ওপেন হলেই ইমেল নোটিফিকেশন পৌঁছে যায় টিকা নিতে ইচ্ছুক ব্যক্তির কাছে।

একইভাবে PhonePe-তে কর্মরত ইঞ্জিনিয়ারিং ম্যানেজার দেবার্ক দে টিকার স্লট পাওয়ার জন্য GitHub-এ একটি স্ক্রিপ্ট শেয়ার করেছেন। আপাতত এটি কেবল বেঙ্গালুরু শহরের জন্য প্রযোজ্য।

এটি আইনসম্মত তো?

অনেকেই কোডারদের এই পন্থাগুলি আইনসম্মত কিনা তাই নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে CoWin অ্যাপের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আগে থেকেই CoWin অ্যাপে এই বেসিক সুবিধাগুলি নেই কেন, তাই নিয়ে উঠছে প্রশ্ন।

গত ২৮ এপ্রিল CoWin-এর API-তে খার্ড পার্টি অ্যাকসেস-এর ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

অনেকক্ষেত্রেই CoWin অ্যাপে রেজিস্টারের পরেও আসছে না OTP । মূলত এই সমস্যাতেই জেরবার হয়েছেন টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিরা।

অন্যদিকে বার্টি টমাস নামে এক প্রোগ্রামার under45.in নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন। তার মাধ্যমে নিজেদের টিকা নেওয়ার স্লট গ্রহণ করতে পারবেন ১৮ থেকে ৪৪ বছর বয়সীরা। এছাড়া কোনও ব্যক্তির জেলায় যখন স্লট ওপেন হচ্ছে তার নোটিফিকেশন দিতে টেলিগ্রাম গ্রুপ-ও তৈরী করেছেন বার্টি।

ঠিক একইভাবে তৈরী করা হয়েছে getjab.in এবং findslot.in নামের ওয়েবসাইটগুলি। এই ওয়েবসাইটগুলির মাধ্যমে স্লট বুক করা গেলেও CoWin অ্যাপ যে ব্যবহার করতে হবে না, তা কিন্তু নয়। শুরুতে ব্যবহারকারীকে CoWin-এ লগ ইন করে রেজিস্টার করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য : এই অ্যাপের তরফে উপভোক্তার তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। অ্যাপ সংক্রান্ত কোনও সমস্যার জন্য ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ দায়ী নয়।

টেকটক খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.