Car Price Hike From January 2023: মারুতি, টাটা মোট... more
Car Price Hike From January 2023: মারুতি, টাটা মোটর্স থেকে শুরু করে মার্সিডিজ, অডির মতো বিলাসবহুল ব্র্যান্ড- প্রত্যেকেই দাম বৃদ্ধির ঘোষণা করেছে। সবারই কারণ একই। ক্রমবর্ধমান ইনপুট খরচ। অর্থাত্ আগের তুলনায় গাড়ি তৈরি করতে তাদের খরচ বাড়ছে। সেই কারণেই এই মূল্যবৃদ্ধি।
1/11ভারতে আগামী মাস থেকে গাড়ির দাম বাড়াচ্ছে বেশ কিছু সংস্থা। মারুতি, টাটা মোটর্স থেকে শুরু করে মার্সিডিজ, অডির মতো বিলাসবহুল ব্র্যান্ড- প্রত্যেকেই দাম বৃদ্ধির ঘোষণা করেছে। সবারই কারণ একই। ক্রমবর্ধমান ইনপুট খরচ। অর্থাত্ আগের তুলনায় গাড়ি তৈরি করতে তাদের খরচ বাড়ছে। সেই কারণেই এই মূল্যবৃদ্ধি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
2/11মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়া জানিয়েছে 'ইনপুট এবং লজিস্টিক খরচের ক্রমাগত বৃদ্ধি'র কারণে দাম বাড়াতে হচ্ছে। সংস্থার এমডি এবং সিইও মার্টিন শোয়েঙ্ক বলেন, এই খরচের বেশিরভাগটাই সংস্থা ম্যানেজ করার চেষ্টা করছে। তবে এতটাই খরচ বেড়েছে যে তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছে। ১ জানুয়ারি থেকে প্রায় ৫% পর্যন্ত দাম বাড়াবে মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো (HT Photo)
3/11রেনল্ট ইন্ডিয়া জানিয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার দামের ওঠানামা, মুদ্রাস্ফীতি এবং সরকারি নিয়মকানুনের ফলে পরিবর্তনের কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। তবে বৃদ্ধির পরিমাণ জানায়নি তারা। ছবি: হিন্দুস্তান টাইমস অটো/সব্যসাচী দাসগুপ্ত (HT Photo)
4/11Honda আগামী ২৩ জানুয়ারি থেকে তার সম্পূর্ণ রেঞ্জের দাম প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়াবে বলে জানিয়েছে। জাপানি গাড়ি-নির্মাতার দাবি, ক্রমবর্ধমান ইনপুট খরচ এবং কঠোর BS-VI এমিশন নীতি মেনে চলতে গিয়েই দাম বাড়াচ্ছে তারা। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো (HT Photo)
5/11ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজিকি ইন্ডিয়াও গাড়ির দাম বাড়াবে। জানুয়ারি থেকেই দাম বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন মডেল ও ভেরিয়েন্টের উপর দাম বৃদ্ধির পরিমাণ নির্ভর করছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো (HT Photo)
6/11হুন্ডাই ইন্ডিয়াও আগামী মাস থেকে দাম বাড়াবে। তবে কতটা দাম বাড়বে সেই বিষয়টি তারা উল্লেখ করেনি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো (HT Photo)
7/11টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ির দাম বাড়বে। বিভিন্ন মডেল এবং ভেরিয়েন্টের উপর বিষয়টা নির্ভর করছে। প্রায় ২% পর্যন্ত দাম বাড়তে পারে। ফাইল ছবি: টাটা মোটর্স (HT Photo)
8/11অডি ইন্ডিয়া ১.৭ শতাংশ পর্যন্ত দাম বাড়াবে বলে জানিয়েছে। এন্ট্রি লেভেল অডি থেকে স্পোর্টসকার, সবেরই দাম বাড়বে। ফাইল ছবি: অডি (HT Photo)
9/11কিয়া ইন্ডিয়া জানিয়েছে, তাদেরও গাড়ির দাম ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। বিভিন্ন মডেল এবং ট্রিমের উপর দাম বৃদ্ধির পরিমাণ নির্ভর করছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো/সব্যসাচী দাসগুপ্ত (HT Photo)
10/11এমজি মোটর ইন্ডিয়াও বিভিন্ন মডেল এবং ভেরিয়েন্টের উপর নির্ভর করে ২-৩ শতাংশ দাম বাড়াবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো (HT Photo)
11/11বেশ কিছু সংস্থা ২০২২ সালেই দাম বৃদ্ধি করেছে। মারুতি গত এপ্রিলে দাম ১.৩ শতাংশ বাড়িয়েছে। বছরের শুরুতেই টাটা মোটর্স গড়ে ০.৯ শতাংশ এবং জুলাইয়ে আরও ০.৫ শতাংশ দাম বাড়িয়েছে। এর পাশাপাশি এখনও বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের ঘাটতি তো রয়েছেই। গত ১-২ বছর ধরেই সমগ্র অটোমোবাইল সেক্টর এই ঘাটতির কারণে ভুগছে। ফাইল ছবি: মিন্ট (HT Photo)