বাংলা নিউজ > টেকটক > হ্যাকারদের নিশানায় সরকারি আধিকারিকরা! নিরাপত্তা বাড়াতে উদ্যোগী কেন্দ্র

হ্যাকারদের নিশানায় সরকারি আধিকারিকরা! নিরাপত্তা বাড়াতে উদ্যোগী কেন্দ্র

ফাইল ছবি : ব্লুমবার্গ (Bloomberg)

সরকারি আধিকারিকদের লগ ইন তথ্য হাতিয়ে হয়েছে মারাত্মক হ্যাকিং। সেদিকে নজর রেখেই এবার সরকারি আধিকারিকদের সাইবার সুরক্ষায় উদ্যোগী হল কেন্দ্র।

সরকারি ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে সাইবার হানা। গত কয়েক বছরে ক্রমেই বেড়েছে এ ধরণের ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি আধিকারিকদের লগ ইন তথ্য হাতিয়ে পাতা হচ্ছে মারাত্মক হ্যাকিংয়ের ফাঁদ। সেদিকে নজর রেখেই এবার সরকারি আধিকারিকদের সাইবার সুরক্ষায় উদ্যোগী হল কেন্দ্র।

দেশের প্রায় ৩ লক্ষ সরকারি আধিকারিকের সাইবার সিকিউরিটি বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানালেন, 'মূলত টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর জোর দেওয়া হচ্ছে। সরকারি কর্মীদের আইডি-র সুরক্ষা বৃদ্ধি করা হবে। তাছাড়া ম্যালওয়ার অ্যাটাকের সম্ভাবনা এড়াতে প্রান্তিক ব্যবহারকারীর সচেতনতাও বৃদ্ধি করতে হবে।'

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (Two-factor authentication) কী?

এই সাইবার সুরক্ষা নীতিতে কোনও ব্যবহারকারী লগ ইনের সময়ে কড়া যাচাই করা হয়। শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই ওয়েবসাইটে যে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দিষ্ট ব্যবহারকারীই লগ ইন করছেন কিনা তা যাচাই করতে দিতে হবে আরও কোনও প্রমাণ।

সাধারণত ব্যবহারকারীর রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি পাঠানো হয় লগ ইনের সময়ে। সেই ওটিপি দিলে তবেই লগ ইন সম্পূর্ণ হবে। ফলে, হ্যাকাররা ব্যবহারকারীর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলেও কোনও ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না।

গত ফেব্রুয়ারিতে সরকারি আধিকারিকদের নিশানা করে ফিসিং অ্যাটাকের খবর প্রকাশিত হয় হিন্দুস্তান টাইমসে। রিপোর্টে বলা হয়, সরকারি ডোমেইন নেমের অ্যাড্রেস ব্যবহার করে ভুয়ো ইমেল পাঠানো হচ্ছে আমলাদের। এভাবেই পাতা হচ্ছে হ্যাকিংয়ের ফাঁদ।

অন্যদিকে গত বছর মুম্বই ও সংলগ্ন এলাকায় সাইবার হানার মাধ্যমে হঠাত্ই বিপর্যস্ত করে দেওয়া হয় বিদ্যুত্ সরবরাহ। এর পেছনে চিন-সহ একাধিক দেশের হ্যাকাররা জড়িত বলে জানায় মুম্বই পুলিশের তদন্তকারীরা। ফলে সাইবার সুরক্ষায় কোনও ফাঁক রাখচে নারাজ মোদী সরকার। সেই কারণে প্রাথমিকভাবে সরকারি আধিকারিকদের অনলাইন সুরক্ষা বৃদ্ধি করা হচ্ছে।

টেকটক খবর

Latest News

‘প্রত্যেক মেয়েই দুর্গা!’ RG করের নির্যাতিতাকে নিয়ে শানের পুজোর গান দুর্গতিনাশিনী সন্দীপের নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চায় সিবিআই, আদালতে আবেদন তদন্তকারীদের কুসংস্কার নাকি কৌশল! ব্যাট করার সময়ে কেন হেলমেটের ফিতে কামড়াচ্ছিলেন শাকিব? রাহুলকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে বিপত্তি! Greece Women বনাম Spain Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? কাশ্মীরকে ঘিরে থাকা ISIL, আল কায়দার মতো সংগঠন হুমকি দেয় ভারতকে: FATF রিপোর্ট দশম ভারতীয় বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন বুমরাহ, বাকিরা কারা? সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল ‘হ্যাক’ হতেই আপাতত বন্ধ! কী দেখা যাচ্ছিল? কাশ্মীর ভোট নিয়ে নাক গলাচ্ছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী, জবাব দিলেন ওমর আয়ুষ্মান ভারতের আওতায় থাকা বেসরকারি হাসপাতাল বন্ধ করল চিকিৎসা,বিরাট সরকারি বকেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.