বাংলা নিউজ > টেকটক > আপনারও সোশ্যাল মিডিয়া সাইটে সমস্যা হচ্ছিল? সামনে এল আসল কারণ

আপনারও সোশ্যাল মিডিয়া সাইটে সমস্যা হচ্ছিল? সামনে এল আসল কারণ

ছবি: টুইটার (Twitter)

মঙ্গলবার সমস্যার সুরাহা হল। প্রায় এক ঘণ্টা পরে 'জ্ঞান' ফিরল সাইটগুলির। এ বিষয়ে আপডেট দিয়েছে ইন্টারনেট পরিকাঠামো সংস্থা ক্লাউডফ্লেয়ার।

একের পর এক নামজাদা ওয়েবসাইটে ছন্দপতন। এফটিএক্স, ডিসকর্ড, ওমেগল, ডোরড্যাশ, ক্রাঞ্চারোল, নর্ডভিপিএন এবং ফিডলির মতো নামী সাইট লোড হতে সমস্যা।

শুধু তাই নয়, Zerodha, Medium.com, নিউজ আউটলেট রেজিস্টার, Groww, Buffer, iSpirt, Upstox এবং Social Blade-এর মতো জনপ্রিয় ওয়েবসাইটেও দেখা গিয়েছিল সমস্যা।

অবশেষে মঙ্গলবারই সেই সমস্যার সুরাহা হল। প্রায় এক ঘণ্টা পরে 'জ্ঞান' ফিরল সাইটগুলির। এ বিষয়ে আপডেট দিয়েছে ইন্টারনেট পরিকাঠামো সংস্থা ক্লাউডফ্লেয়ার।

গত সপ্তাহেও বিশ্বের কিছু অংশে একই ধরনের বিভ্রাট দেখা দেয়। তবে বারবার সমস্যার পেছনে কারণ কী, তা প্রকাশ করেনি ক্লাউডফেয়ার। ফার্মের প্রধান প্রযুক্তি আধিকারিক জন গ্রাহাম-কামিং একটি নিউজ থ্রেডে জানান, বিভ্রাটটি সমগ্র বিশ্বজুড়ে হয়েছে, এমনটা নয়। নির্দিষ্ট কিছু কিছু স্থানেই এই সাইটগুলি লোড হতে সমস্যা হচ্ছিল।

আরও পড়ুন : ক্রাশের মেসেজের সময় চার্জ শেষ? জানুন কীভাবে দ্রুত চার্জ দেবেন

অনলাইনে ব্যবহারকারীরা জানান, Coinbase, Shopify এবং League of Legends-এর মতো ওয়েবসাইটও লোড হচ্ছিল না। ওয়েব মনিটরিং টুল DownDetector-এও তা প্রকাশিত হয়েছে।

বন্ধ করুন