বাংলা নিউজ > টেকটক > Meesho 11-Day Mental Health Break: মানসিক স্বাস্থ্যে জোর, কর্মীদের ১১ দিনের ছুটি ঘোষণা ই-কমার্স সংস্থার

Meesho 11-Day Mental Health Break: মানসিক স্বাস্থ্যে জোর, কর্মীদের ১১ দিনের ছুটি ঘোষণা ই-কমার্স সংস্থার

ফাইল ছবি : আনসপ্ল্যাশ (Unsplash)

Meesho 11 Day Mental Health Break: টানা ১১ দিনের ছুটি ঘোষণা করল ই-কমার্স প্ল্যাটফর্ম Meesho। 'রিসেট এবং রিচার্জের জন্য বিরতি' ঘোষণা করেছে ই-কমার্স সংস্থা। তবে এই প্রথমবার নয়। গত বছরেও কর্মীদের মানসিক স্বাস্থ্যের স্বার্থে লম্বা ছুটি দিয়েছিল মিশো।

কর্মীদের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার। টানা ১১ দিনের ছুটি ঘোষণা করল ই-কমার্স প্ল্যাটফর্ম Meesho। 'রিসেট এবং রিচার্জের জন্য বিরতি' ঘোষণা করেছে ই-কমার্স সংস্থা। তবে এই প্রথমবার নয়। গত বছরেও কর্মীদের মানসিক স্বাস্থ্যের স্বার্থে লম্বা ছুটি দিয়েছিল মিশো।

সংস্থার ওয়েবসাইটে পোস্ট করা একটি আপডেটে বলা হয়েছে যে, এই উদ্যোগের মাধ্যমে কর্মীদের কাজ থেকে কয়েকদিনের জন্য সম্পূর্ণ ছুটি দেওয়া হবে। সেই সঙ্গে আসন্ন উত্সবের মরসুমের বিপুল চাপের পরে মানসিক স্বাস্থ্যে কিছুটা নজর দিতে পারবেন কর্মীরা। আরও পড়ুন: নারীশক্তি: ৯ মাসের গর্ভবতী অবস্থায় পরীক্ষা দিয়ে IPS অফিসার হলেন শাহনাজ

প্রতিষ্ঠাতা এবং CTO সঞ্জীব বার্নওয়াল টুইটারে এই ঘোষণা করেছেন। তিনি উল্লেখ করেন যে, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যই হল ভাল মানসিক স্বাস্থ্যের চাবিকাঠি। আর সেই উদ্দেশ্যেই টানা দ্বিতীয় বছর ১১ দিনের ছুটি ঘোষণা। ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর ছুটি পাবেন কর্মীরা।

ফাইল ছবি: টুইটার
ফাইল ছবি: টুইটার (Twitter)

সম্প্রতি বম্বে শেভিং কোম্পানির সিইও অল্প বয়সে কর্মীদের দিনে ১৮ ঘণ্টা করে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। সেটি ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। আর তারপরেই কর্মজীবন ও মানসিক শান্তির বিষয়টি তুলে ধরেছেন বহু স্টার্ট আপ উদ্যোক্তা ও কর্মীরা। ই-কমার্স স্টার্টআপ মিশো বরাবরই কর্মীদের মানসিক স্বাস্থ্য, ওয়ার্ক-লাইফ ভারসাম্যের বিষয়ে সচেতনতার পরিচয় দিয়েছে। আরও পড়ুন: Bangalore: ড্রেন দখলকারী IT সংস্থার বিল্ডিং বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

Meesho এর আগে 'বাউন্ডারিলেস' ওয়ার্কস্পেস মডেল, স্বাস্থ্য পুনরোদ্ধারের জন্য সীমাহিন ছুটি, ৩০ সপ্তাহের লিঙ্গ-নিরপেক্ষ মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি, ৩০দিনের লিঙ্গ পুনর্নির্ধারণ সংক্রান্ত ছুটি ঘোষণা করেছে।

বন্ধ করুন