অনলাইনে লেনদেন আরও সুরক্ষিত করতে সমস্ত পেমেন্ট গেটওয়েকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে সাফ জানানো হয়েছে, পেমেন্ট গেটওয়ের কাছে গ্রাহকদের কার্ডের গুরুত্বপূর্ণ যে তথ্য সংরক্ষিত থাকে, তা মুছে ফেলতে হবে। পরিবর্তে লেনদেনের জন্য ব্যবহার করতে হবে এনক্রিপটেড টোকেন। যে নিয়ম আগামী ১ জানুয়ারি থেকে চালু হতে চলেছে।
টোকেনের বিষয়টা কী?
যখন আপনি লেনদেনের জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তখন আপনার কার্ডের নম্বর, এক্সপায়ারি ডেট, সিভিভি (CVV) এবং ওটিপি (OTP) বা পিন লাগে। কোনও লেনদেনের ক্ষেত্রে আপনি যদি সেইসব তথ্য সঠিকভাবে দেন, তবেই সম্পূর্ণ হবে লেনদেন। টোকেন তৈরির প্রক্রিয়ার মাধ্যমে আদতে আপনার আসল কার্ডের তথ্যের পরিবর্তে একটি বিশেষ কোড (দ্বিতীয়বার থেকে সেটা হবে) দিচ্ছেন। প্রতিটি কার্ড, সংস্থার ক্ষেত্রে সেই টোকেনের কোড ভিন্ন হবে।
নয়া বছরের ১ জানুয়ারি থেকে কী পরিবর্তন হবে?
১ জানুয়ারি থেকে যখন কোনও সংস্থায় প্রথম লেনদেন করবেন, তখন আপনাকে একটি পর্যায়ের অনুমতি দিতে হবে (অ্যাডিশনাল ফ্যাক্টর অফ অথেন্টিকেশন)। তারপর দিতে হবে আপনাকে নিজের কার্ডের সিভিভি (CVV) এবং ওটিপি (OTP)। সেই ওটিপি দেওয়ার পর আপনার লেনদেন সম্পূর্ণ হয়ে যাবে।
আগামী মাস থেকে কার্ড গ্রহীতাদের কী করতে হবে?
১) কোনও সংস্থার থেকে কোনও সামগ্রী কেনার প্রক্রিয়া শুরু করবেন।
২) আপনার অনুমতি চেয়ে ওই সংস্থার তরফে টোকেন তৈরির কাজ শুরু করা হবে।
৩) অনুমতি দিলে সেই টোকেন তৈরির জন্য আপনার কার্ডের নেটওয়ার্কের কাছে একটি আবেদন যাবে।
৪) কার্ডের নম্বরের প্রক্সি হিসেবে একটি টোকেন তৈরি করবে ওই কার্ডের নেটওয়ার্ক। তারপর তা ওই সংস্থার কাছে পাঠিয়ে দেবে।
৫) পরবর্তী লেনদেনের জন্য সেই টোকেন রেখে দেবে ওই সংস্থা।
৬) তবে সিভিভি (CVV) এবং ওটিপি (OTP) দিলে তবেই লেনদেন হবে।
৭) অপর কোনও সংস্থা বা অপর কোনও কার্ড দিয়ে লেনদেনের ক্ষেত্রে আবার নতুন করে টোকেন তৈরির প্রক্রিয়া হবে।
টোকেনের মাধ্যমে লেনদেন কি সুরক্ষিত?
এনক্রিপটেড আকারে সেই কার্ডের তথ্য সংগ্রহ করে রাখা হয়। তার ফলে জালিয়াতির আশঙ্কা কমে যায়। তথ্য চুরি হওয়ার আশঙ্কাও অনেকটা কেটে যাবে। অর্থাৎ টোকেনের মাধ্যমে আপনি কার্ডের তথ্য জানাচ্ছেন। সংশ্লিষ্ট মহলের মতে, সম্প্রতি বিভিন্ন সংস্থার কাছে থাকা তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ হয়ে উঠেছে। যে তথ্য ফাঁস হয়ে গেলে জালিয়াতির শিকার হবেন মানুষ। সেই ঝুঁকির মাত্রা কম করতেই টোকেনের প্রক্রিয়া চালু করা হচ্ছে বলে জানিয়েছে আরবিআই।
১৬ ডিজিটের ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর কি মনে রাখতে হবে?
কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, টোকেন প্রক্রিয়ার মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে প্রতিবার কার্ডের তথ্য দিতে হবে।