বহু প্রতিক্ষিত ২০২৫ সালের আইপিএল নিলাম শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেই ঘটে গেল অঘটন। জিওসিনেমা - যারা কিনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার, তাদের সেই সম্প্রচার ধাক্কা খেল কোন এক 'প্রযুক্তিগত ত্রুটি' (টেকনিক্যাল গ্লিচ)-এর কারণে! যার জেরে যারপরনাই ক্ষুব্ধ হলেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সাধারণ দর্শকরা।
আগে থেকেই দিন ঘোষণা করা হয়ে গিয়েছিল। সবাই জানতেন, ২৪ নভেম্বর বসবে আইপিএল-এর নিলামের আসর। ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন, কোন খেলোয়াড়কে কোনও দল কত দামে কিনবে, কোন খেলোয়াড়ের দাম সবথেকে বেশি উঠবে, কিংবা কে বিকোবেন সবথেকে কম দামে, অথবা কোন খেলোয়াড়কে কেউই কিনতে চাইবেন না - এসব জানার জন্য!
কিন্তু, প্রযুক্তির গ্যাঁড়াকলে প্রথমেই সেই উত্তেজনার উপাদান ভেস্তে যাওয়ার উপক্রম হল। এ নিয়ে দর্শক ও ক্রিকেটপ্রেমীরা এতটাই বিরক্ত ও ক্ষুব্ধ হন, যে তাঁরা বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সরব হন।
সোশাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমী ও দর্শকদের প্রতিবাদ:
এক সোশাল মিডিয়া ইউজার তাঁর এক্স অ্যাকাউন্টে এ নিয়ে লেখেন, 'জিওসিনেমা জঘন্যভাবে আইপিএল নিলামের অনুষ্ঠান সম্প্রচার করছে। এবার তো খবর পড়ে নিলামের খবর নিতে হবে।'
আরও একজন নেট নাগরিক জিওসিনেমাকে উদ্দেশ করে লেখেন, 'তোমারা কোন ফালতু সার্ভার ব্যবহার করো বলো তো? তোমাদের অ্যাপ সবথেকে খারাপ... জঘন্য... ১৫০ এমবিপিএস-এর ওয়াইফাই থাকা সত্ত্বেও তোমাদের অ্যাপ চলছে না!'
একজন হতাশ ক্রিকেটপ্রেমী লেখেন, 'প্রত্যেকবার আইপিএল-এর নিলাম চলার সময়েই জিওসিনেমার সম্প্রচারে ঠিক এটাই ঘটে।'
অনেকে আবার আশঙ্কা প্রকাশ করে বাকিদের কাছে জানতে চান, সকলেই সম্প্রচার দেখতে গিয়ে সমস্যায় পড়ছেন, নাকি এটা শুধুমাত্র তাঁদের সঙ্গেই ঘটছে!
একজন যেমন এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানতে চেয়েছেন, 'ভাইসব তোমাদের সকলের কি জিওসিনেমা ঠিকঠাক চলছে? নাকি শুধুমাত্র আমার ক্ষেত্রেই সমস্যা হচ্ছে?'
আরও একজন নেট ব্যবহারকারী এই সমস্যা সম্পর্কে লেখেন, 'জিওসিনেমার তরফে সর্বকালের সবথেকে খারাপ পরিষেবা!!! কিছু একটা গন্ডগোল হয়েছে। আমার স্মার্ট টিভিতে এটা একটা এরর (৮০৩৯) মেসেজ দেখাচ্ছে। আপনারা কি বুঝতে পারেননি, ঠিক কত দর্শক এই সময় উপস্থিত থাকতে চলেছেন? সবথেকে দামি বোর্ড হয়ে তাহলে লাভ কী হল?'
অর্থাৎ - সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীরা যে আম্বানি গোষ্ঠীর মালিকানাধীন জিওসিনেমার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ, সেটা এই সমস্ত ভার্চুয়াল মন্তব্য থেকেই প্রমাণিত হয়ে গিয়েছে।