বাংলা নিউজ > টেকটক > USB Type-C বাধ্যতামূলক করল ইউরোপ! আর আলাদা চার্জার বেচতে পারবে না Apple

USB Type-C বাধ্যতামূলক করল ইউরোপ! আর আলাদা চার্জার বেচতে পারবে না Apple

অ্যাপেলের চার্জার ছাড়া অন্য কোনওভাবে চার্জ করার উপায় থাকে না ব্যবহারকারীদের। মজার বিষয় হল, এখন এই চার্জারও আর ফোনের সঙ্গে বিক্রি করে না অ্যাপেল। তাদের প্রিমিয়াম ফোন কেনার পর, আবার আলাদা করে এই চার্জার কিনতে হত। ফলে এবার অন্তত ইউরোপের ক্ষেত্রে টাইপ-সি চার্জার চালু করতে বাধ্য হবে অ্যাপেল।

অন্য গ্যালারিগুলি