Digital Rupee-র উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, 'এর সবচেয়ে বড় বিষয়টি হল, প্রচলিত মুদ্রা ব্যবস্থার একটি পরিপূরক হিসাবে এটি কাজ করে। তার পাশাপাশি আরও নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনেও এটি উত্সাহ প্রদান করবে।'
1/5ডিজিটাল রুপির পাইলট প্রকল্প একটি 'গেম চেঞ্জার'। এমনটাই বললেন SBI চেয়ারম্যান দীনেশ খারা। তিনি বলেন, RBI-এর এই প্রচেষ্টার মাধ্যমে আগামিদিনে অনেক কম খরচে আরও সুষ্ঠুভাবে আর্থিক লেনদেন সুনিশ্চিত হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/5তিনি বলেন, 'এর সবচেয়ে বড় বিষয়টি হল, প্রচলিত মুদ্রা ব্যবস্থার একটি পরিপূরক হিসাবে এটি কাজ করে। তার পাশাপাশি আরও নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনেও এটি উত্সাহ প্রদান করবে।' ফাইল ছবি: টুইটার (HT Bangla)
3/5কেন্দ্রীআরবিআই বৃহস্পতিবার কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর জন্য ডিজিটাল রুপির খুচরা পাইলট প্রকল্প চালু করার ঘোষণা করে। ফাইল ছবি : ব্লুমবার্গ (HT Bangla)
4/5টোকেন-ভিত্তিক ডিজিটাল রুপির দিয়ে, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল মোডে টাকা পেমেন্ট বা গ্রহণ করা যাবে। ফলে কাগজী মুদ্রা নিয়ে ঘোরার কোনও প্রয়োজন হবে না। সরাসরি ফোনের মাধ্যমেই লেনদেন করা আরও সহজ হবে। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
5/5ব্যক্তি থেকে ব্যক্তি (P2P)-র মধ্যেও যেমন লেনদেন করা যাবে, তেমনই এই একই পদ্ধতি ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যবসায়ী (P2M)-দের মধ্যেও লেনদেনে করা যেতে পারে। RBI-এর বিবৃতি অনুযায়ী, মার্চেন্টদের কুইক রেসপন্স (QR) কোড ব্যবহার করে খুব সহজেই পেমেন্ট করা যাবে। ফাইল ছবি: রয়টার্স (HT Bangla)