বাংলা নিউজ > টেকটক > Disney+ Hotstar: এক পয়সাও লাগবে না, IPL-র সময় ফ্রি'তে ৬ মাস পাবেন Disney+ Hotstar, কীভাবে করবেন?

Disney+ Hotstar: এক পয়সাও লাগবে না, IPL-র সময় ফ্রি'তে ৬ মাস পাবেন Disney+ Hotstar, কীভাবে করবেন?

Disney+ Hotstar-এর ক্ষেত্রে দারুণ সুযোগ আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

আপনার ডিজনি প্লাস হটস্টারের (Disney+ Hotstar) মেয়াদ শেষ হয়ে গিয়েছে? তারপরও এক পয়সা খরচ না করেই বিনামূল্যে ছ'মাস পর্যন্ত ডিজনি প্লাস হটস্টার দেখতে পারবেন। সেটা কীভাবে পারবেন? তা দেখে নিন।

আইপিএলের সময় বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার ব্যবহার করতে চান? ছ'মাস পর্যন্ত সেই সুযোগ পাবেন। তবে সেজন্য একটা কাজ করতে হবে। তাহলেই সেই সুযোগ পাবেন গ্রাহকরা।

কী সেই শর্ত?

ওই শর্ত অনুযায়ী, আপনার ডিজনি প্লাস হটস্টারের (Disney+ Hotstar) মেয়াদ শেষ হয়ে গেলে আপনার কোনও পরিচিতকে সেই ওটিটি প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাতে পারবেন। আপনার পরিচিত যদি ডিজনি প্লাস হটস্টারে সাবস্ক্রাইব করেন, তাহলে দু'জনেই এক মাস করে বিনামূল্যে ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাবেন। সেভাবে সর্বাধিক ছ'মাস বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার ব্যবহারের সুযোগ পেতে পারেন গ্রাহকরা।

আরও পড়ুন: Airtel Recharge Plans: গ্রাহকদের বড়সড় ধাক্কা Airtel-র, একই সুবিধা পেতে লাগবে বাড়তি খরচ: রিপোর্ট

আইপিএলের সময় ডিজনি প্লাস হটস্টার নিয়ে জিয়োর বিশেষ প্ল্যান 

সম্প্রতি নতুন ২৭৯ টাকার ক্রিকেট অ্যাড-অন প্রিপেড প্ল্যান চালু করেছে Reliance Jio। Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাবেন এই অফারে। Jio-র এই নতুন রিচার্জ প্যাকে ভয়েস কলের সুবিধা নেই। তবে ব্যবহারকারীরা ডেটা পাবেন। সেই সঙ্গে OTT সাবস্ক্রিপশনও পাবেন। ফলে IPL 2022 দেখার জন্য দারুণ অফার।  নতুন ২৭৯ টাকার ক্রিকেট অ্যাড-অন প্রিপেড প্ল্যানে এক বছরের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাবেন।

আরও পড়ুন: এক বছর ফ্রি-তে Disney + Hotstar এবং Amazon Prime, জানুন কীভাবে

১) সেইসঙ্গে মোট ১৫GB হাইস্পিড ডেটা পাবেন।

২) Jio জানিয়েছে, এই প্ল্যানটি শুধুমাত্র নির্বাচিত কয়েকজন ব্যবহারকারীরা পাবেন।

 

বন্ধ করুন