বাংলা নিউজ > টেকটক > নিকটবর্তী ছায়াপথ থেকে পৃথিবীতে ৫০ সেকেন্ডব্যাপী লাগাতার বিচ্ছুরণ! ব্যাপারটা কী?

নিকটবর্তী ছায়াপথ থেকে পৃথিবীতে ৫০ সেকেন্ডব্যাপী লাগাতার বিচ্ছুরণ! ব্যাপারটা কী?

এই আলোর বিচ্ছুরণ গামা-রে বিস্ফোরণ বা GRB নামে পরিচিত। এটিই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিচ্ছুরণ। গবেষকরা বলছেন, এই রশ্মির পর্যবেক্ষমের মাধ্যমে আমাদের মহাবিশ্বের সম্পর্কে নতুন কিছু ধারণা মিলতে পারে। এর আগের সমস্ত গামা রে বিস্ফোরণের থেকে এটি একেবারে আলাদা, বলছেন গবেষকরা।

অন্য গ্যালারিগুলি