বাংলা নিউজ > টেকটক > Ross 508b: ৩৭ আলোকবর্ষ দূরে, পৃথিবীর মতোই গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Ross 508b: ৩৭ আলোকবর্ষ দূরে, পৃথিবীর মতোই গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

শিল্পীর কল্পনায়। ছবি: নাসা (NASA)

Super Earth NASA: এক্সোপ্ল্যানেটটি আমাদের গ্রহের ভরের প্রায় চারগুণ। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, এটি কিছু সময়ের জন্য তার সৌরজগতের বাসযোগ্য অঞ্চলের ভিতরে থাকে। আবার কিছু সময়ের জন্য তার বাইরে চলে যায়। তবে এখনও এর পৃষ্ঠে জল ধরে রাখার সম্ভাবনা রয়েছে।

পৃথিবী থেকে ৩৭ আলোকবর্ষ দূরে আরও এক 'পৃথিবী'র খোঁজ। সুবারু স্ট্র্যাটেজিক প্রোগ্রামের জ্যোতির্বিজ্ঞানীদের এই আবিষ্কারের দিকে এখন তাকিয়ে বিশ্ব। হাওয়াইয়ের সুবারু টেলিস্কোপে (IRD-SSP) ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ আইআরডি-র মাধ্যমে এই খোঁজ মেলে। নাসা বৃহস্পতিবার সকালে এ বিষয়ে টুইট করেছে। লাল বামন তারার একটি গ্রহে বাসযোগ্য পরিবেশে এক 'সুপার-আর্থে'র সন্ধান মিলেছে বলে জানিয়েছে নাসা। গ্রহটির নাম Ross 508b ।

এক্সোপ্ল্যানেটটি আমাদের গ্রহের ভরের প্রায় চারগুণ। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, এটি কিছু সময়ের জন্য তার সৌরজগতের বাসযোগ্য অঞ্চলের ভিতরে থাকে। আবার কিছু সময়ের জন্য তার বাইরে চলে যায়। তবে এখনও এর পৃষ্ঠে জল ধরে রাখার সম্ভাবনা রয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার কাজ শুরু করলেই কোনও গুরুত্বপূর্ণ সন্ধান মিলতে পারে।

কোনও নক্ষত্র থেকে যে দূরত্ব পর্যন্ত প্রদক্ষিণকারী গ্রহগুলির পৃষ্ঠে তরলাবস্থায় জল থাকতে পারে, তাকে সেই সৌরজগতের বাসযোগ্য অঞ্চল হিসাবে ধরা হয়। বাসযোগ্য অঞ্চল-কে পোশাকি ভাষায় 'গোল্ডিলকস জোন'ও বলা হয়। এই অঞ্চলের মধ্যে প্রাণের বিকাশের জন্য আদর্শ পরিবেশগত অবস্থা থাকতে পারে। কারণ এই স্থানে গ্রহগুলি অতিরিক্ত গরম বা খুব বেশি ঠান্ডার সম্মুখীন হয় না।

Ross 508b গ্রহটির বিষয়টি একটু অন্যরকম। প্রদক্ষিণ করার সময়ে, তার কক্ষপথের কিছুটা অংশ পড়ে এই বাসযোগ্য অঞ্চলের মধ্যে। বাকিটা তার বাইরে।

এক্সোপ্ল্যানেটটি সূর্যের এক-পঞ্চমাংশ ভরের একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। নক্ষত্র থেকে গ্রহটির গড় দূরত্ব পৃথিবী-সূর্যের দূরত্বের ০.০৫ গুণ।

গবেষকদের মতে, গ্রহটির সম্ভবত একটি উপবৃত্তাকার কক্ষপথে রয়েছে। কক্ষপথের সময়কাল মাত্র ১০.৮ দিন।

বর্তমান টেলিস্কোপগুলি কেন্দ্রীয় নক্ষত্রের সঙ্গে গ্রহটির নিকট অবস্থানের কারণে গ্রহটিকে সরাসরি ছবি তুলে ধরতে পারবে না। তবে ভবিষ্যতে, এটি ৩০-মিটার শ্রেণির টেলিস্কোপ দ্বারা প্রাণের অনুসন্ধানগত গবেষণার ক্ষেত্রে অন্যতম লক্ষ্য হিসাবে বিবেচিত হবে, মত গবেষকদের।

টেকটক খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.