গত বছর তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ৫৯টি চিনা অ্যাপ ব্যান করেছিল কেন্দ্র। তার মধ্যে ছিল ফ্যাশান ই-কমার্স সাইট Shein-ও। কিন্তু এবার আবারও ফিরতে চলেছে Shein। তবে আগের মতো নয়, নয়া রূপে।
ই-কমার্সের টিকটক Shein!
সময়ের সঙ্গে তাল মিলিয়ে ট্রেন্ডি পোশাকের জন্য বেশ জনপ্রিয় ছিল Shein । বিশেষত অল্পবয়সী, ইনফ্লুয়েন্সারদের ফলো করা ক্রেতাই বেশি ছিল Shein-এ। Shein-এর মার্কেটিং স্ট্র্যাটেজিও মূলত সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেই হতো। সেই ক্রেতাদের বেসই এবার লক্ষ্য আমাজন ইন্ডিয়ার।
এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটেই বিজ্ঞাপন দিচ্ছে আমাজন। সেখানে বলা হচ্ছে, প্রাইম ডে সেল-এই লঞ্চ হবে Shein । আমাজনের পেজে Shein-এর একাধিক ছবিও দেখা গিয়েছে।
তবে Shein আমাজনের অধীনে কোনও সাব-পোর্টাল নাকি শুধুমাত্র সেলার হিসাবে আসছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
PUBG-র মতো ফিরছে Shein-ও
PUBG-ও Shein-এর সঙ্গে একই সময়ে বন্ধ হয়েছিল। কারণও ছিল একই। কিন্তু PUBG-এর নির্মাতা দক্ষিণ কোরিয়ার সংস্থা Krafton ফের ফিরেছে ভারতে। সৌজন্যে, ভারতের জন্য আলাদা একটি গেম, Battlegrounds Mobile India । এবার সেই একইভাবে ফিরে আসছে আরও একটি চিনা অ্যাপ।