Komaki Ranger: সাধ্যের মধ্যে ইলেকট্রিক ক্রুজার! জেনে নিন দাম, স্পেসিফিকেশন
১ মিনিটে পড়ুন . Updated: 24 Jan 2022, 11:50 PM IST- এটি দেশে লঞ্চ হওয়া কোমাকির প্রথম 'ক্রুজার' ধরণের ইলেকট্রিক মোটরসাইকেল।
ভারতে তাদের প্রথম ক্রুজার মোটরসাইকেল লঞ্চ করল কোমাকি। নাম কোমাকি রেঞ্জার। এটি দেশে লঞ্চ হওয়া কোমাকির প্রথম 'ক্রুজার' ধরণের ইলেকট্রিক মোটরসাইকেল।
কোমাকি রেঞ্জারে ৪,০০০-ওয়াটের মোটর ও 4kW ব্যাটারি প্যাক আছে৷ এক চার্জে ১৮০-২২০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি কোমাকির। কোমাকি রেঞ্জারে ব্লুটুথ সাউন্ড সিস্টেম, সাইড স্ট্যান্ড সেন্সর, ক্রুজ কন্ট্রোল, অ্যান্টি-থেফট লক সিস্টেম এবং একটি ডুয়াল স্টোরেজ বক্সের মতো ফিচার্স থাকছে। নয়াদিল্লি-ভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা জানিয়েছে, আধুনিক প্রজন্মের মোটরসাইক্লিংয়ের চাহিদা মাথায় রেখেই এতে প্রচুর ফিচার্স দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Komaki MX3: ১ লাখ টাকারও কমে ইলেকট্রিক বাইক, রেঞ্জ-ও ভালোই
ক্রুজার বাইকটিতে বড় চাকা এবং ক্রোম এক্সটিরিয়ার রয়েছে। রেট্রো-থিমযুক্ত রাউন্ড এলইডি হেডল্যাম্প আছে। হেডল্যাম্পটির লুক সম্পূর্ণ করেছে রেট্রো থিমের সাইড ইন্ডিকেটর।
আরও পড়ুন : E-Bike: এক চার্জে ২৩০ কিলোমিটার যাবে এই ইলেকট্রিক বাইক! দাম কত?
Komaki Ranger-এর দাম ১.৬৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তিনটি রঙের অপশন রয়েছে, জেট ব্ল্যাক, গার্নেট রেড এবং ডিপ ব্লু। প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) থেকে সমস্ত ডিলারশিপে পাওয়া যাবে।