এর আগে সরাসরি ব্লু-টিক সাবস্ক্রিপশন চালু করে সমস্যায় পড়েছিলেন ইলন মাস্ক। সেই সময়ে টাকা দিয়ে অনেকেই ফেক অ্যাকাউন্ট ভেরিফায়েড করিয়ে নিয়েছিলেন অনেকে। তার জেরে তুমুল বিভ্রান্তি শুরু হয়। সেই কারণেই এবার ম্যানুয়ালি ভেরিফায়েড করার সিদ্ধান্ত।
1/5ভেরিফায়েড প্রোফাইল নিয়ে ফের নতুন ঘোষণা। আগামী ২ ডিসেম্বর থেকে নতুন 'Verified' ফিচার চালু করছে টুইটার। ফাইল ছবি: এএফপি (REUTERS)
2/5শুক্রবার এই বিষয়ে জানান ইলন মাস্ত। তিনি বলেন, এই নয়া ফিচারে টুইটারে আলাদা আলাদা সত্ত্বার জন্য ভিন্ন রঙের টিক থাকবে। বিষয়টি কেমন? ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/5নয়া নিয়মে কোনও সরকারি পেজের ক্ষেত্রে ধূসর রঙের টিক চিহ্ন থাকবে। বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে নামের পাশে সোনালি টিক থাকবে। আবার সাধারণ ব্যবহারকারীদের জন্য(সেলিব্রিটি হন বা না-ই হন) নীল টিক হবে। এগুলি টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। সেটার পর টুইটার কর্তৃপক্ষ তা নিজে খুলে দেখে সেই প্রোফাইল ম্যানুয়ালি ভেরিফিকেশন করবে, যে সেটিই আসল প্রোফাইল কিনা। তারপরেই সেটি ভেরিফায়েড হবে। ফাইল ছবি: টুইটার (REUTERS)
4/5ইলন মাস্ক জানান, এই হাতে ধরে একটি একটি করে প্রোফাইল যাচাই করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু এটি করা খুব গুরুত্বপূর্ণ। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5ইলন মাস্ক জানিয়েছেন, সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার সর্বদাই বিনামূল্যে রাখা হবে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)