বাংলা নিউজ > টেকটক > টুইটারে পড়ল ইলন মাস্কের ‘ব্লু টিক’, ৪৪ বিলিয়ন ডলারে কিনে নিলেন টেসলার কর্ণধার

টুইটারে পড়ল ইলন মাস্কের ‘ব্লু টিক’, ৪৪ বিলিয়ন ডলারে কিনে নিলেন টেসলার কর্ণধার

৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নিলেন ইলন মাস্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

চলতি মাসের শুরুতেই টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কেনেন ইলন মাস্ক। টুইটারের বোর্ডেও ইলন যোগ দেবেন বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু দিনকয়েক পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন ইলন। তারপর শেয়ারপিছু ৫৪.২ ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব নেন টেসলার কর্ণধার। প্রাথমিকভাবে রাজি না থাকলেও ইলনের সেই প্রস্তাব মেনে নেয় টুইটার। 

টুইটারের উপরে পড়ে গেল ইলন মাস্কের ‘ব্লু টিক’। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনে নিলেন টেসলার কর্ণধার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,৬৭২ কোটি টাকা।

আনুষ্ঠানিকভাবে টুইটার বিক্রির ঘোষণার পর একটি যৌথ বিবৃতিতে ইলন বলেন, ‘গণতন্ত্র (সঠিকভাবে) কাজ করার ভিত্তি হল বাকস্বাধীনতা। টুইটার হল সেই ডিজিটাল বৃত্ত যেখানে মানুষের ভবিষ্যতের ক্ষেত্রে যে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।’ অন্যদিকে, টুইটারের বোর্ডের চেয়ারপার্সন ব্রেট টেলর দাবি করেন, মাইক্রোব্লগিং সাইট কেনার জন্য ইলন যে প্রস্তাব দিয়েছিলেন, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। যা টুইটারের শেয়ারহোল্ডারের জন্য সেরা পথ হবে। 

ইলনের হাতে টুইটারের মালিকানা যাওয়া নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

১) চলতি মাসের শুরুতেই টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কেনেন ইলন। টুইটারের বোর্ডেও ইলন যোগ দেবেন বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু দিনকয়েক পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন ইলন। তারপর শেয়ারপিছু ৫৪.২ ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন টেসলার কর্ণধার। তিনি দাবি করেছিলেন, টুইটারে বাকস্বাধীনতার প্রসার ঘটাতে চান এবং সংস্থাকে ব্যক্তিগত মালিকানার আওতায় আনতে চান।

২) যদিও প্রাথমিকভাবে ইলনের প্রস্তাবে রাজি ছিল না টুইটার। বরং ইলনের রাস্তা যাতে কণ্টকপূর্ণ করে তোলা যায়, সেজন্য বিশেষ কৌশল অবলম্বন করা হচ্ছিল। টুইটারের কৌশল ছিল, ইলন যে শেয়ার কিনতে পারবেন না, তা অন্যদের সস্তায় বেচে দেওয়া হবে। তার ফলে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কিনতে গেলে আরও বেশি অর্থ খরচ করতে হবে ইলনকে। 

৩) একটি অংশের দাবি ছিল, ইলনের প্রস্তাবে সায় ছিল না টেলসার বিনিয়োগকারীদের একাংশের। ওই বিনিয়োগকারীদের মতে, টুইটার কিনে নিলে বিশ্বের অন্যতম সেরা গাড়ি প্রস্তুতকারক সংস্থার ‘গতি’ কিছুটা কমে যেতে পারে। গাড়ি প্রস্তুতকারক সংস্থার কর্ণধার হিসেবে ইলন যে দায়িত্ব পালন করেন, তাও প্রভাবিত হতে পারে। শুধু তাই নয়, একাংশের দাবি ছিল, টেসলার কর্ণধারের সম্ভাব্য প্রভাব নিয়ে টুইটারের কর্মীদের একাংশও প্রশ্ন তুলেছিলেন। 

আরও পড়ুন: Twitter-র বাকি শেয়ারও কিনতে চাইছেন Elon Musk, শেয়ারপিছু দর দিলেন ৫৪.২ ডলার!

৪) ইলনের আর্থিক পরিকল্পনা এবং টুইটারের বোর্ডের 'গঠনমূলক আলোচনার' যে মনোভাব ছিল, তার জেরে টেসলার কর্ণধারের প্রস্তাব বিবেচনা করে দেখা হয়। সোমবার বিকেলের দিকে দ্য ওয়াশিংটন পোস্টে সিএফআরএ রিসার্চের বিশেষজ্ঞ অ্যাঞ্জেলো জিনো জানান, টুইটারের বোর্ডকে কোণঠাসা করে দিয়েছিলেন বলে মনে হচ্ছে। সেখান থেকে পিছন ফিরে তাকাতে হয়নি ইলনকে।

৫) সেই পরিস্থিতিতে সোমবার বিকেলের দিকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ইলনের ইচ্ছা পূরণ হতে চলেছে। যিনি বরাবরই টুইটারে সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে টুইট করেন। সোমবার টেসলার কর্ণধার টুইট করেন, ‘আমি আশা করব যে আমার সবথেকে ক্ষুরধার সমালোচকরাও টুইটারে থাকবেন। কারণ সেটাই আক্ষরিক অর্থে হবে বাকস্বাধীনতা।’

৬) কীভাবে টুইটার কেনার টাকা এসেছে? ইলন জানান, ব্যাঙ্ক ঋণ এবং নিজস্ব ইকুটির মাধ্যমে ৪৬.৫ বিলিয়ন ডলার জোগাড় করেছেন। সেই তথ্যের ফলে ইলনের বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পায়। সৃত্র উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্টে জানানো হয়েছে, সম্প্রতি টুইটারের একাধিক বড় শেয়ারহোল্ডারের সঙ্গেও দেখা করেছিলেন ইলন। তাঁদের মধ্যে অনেকে ইলনকে সমর্থন করেন।

টেকটক খবর

Latest News

সলমন আসতে চাহিদা বেড়েছে, আর বিনা পয়সায় দেখা যাবে না বিগ বস ওটিটি? ফের 'সম্পদ পুনর্বণ্টন' নিয়ে তোপ মোদীর, তবে শব্দচয়নে নজর দিয়ে বাদ 'মুসলিম' ‘কাল ছাড়লাম, আজ ধরলাম…’! শোভন-সোহিনীর বিয়ে-চর্চা, বিচ্ছেদ নিয়ে জবাব স্বস্তিকার World Book Day 2024: বই পড়তে খুব ভালোবাসেন এই বলি তারকারা, নাম জানেন তাঁদের 'প্রথমেই না করে দেয়...' রিজেকশনের পরেও কী করে জমলো স্বর্ণ-অর্পিতার প্রেম? কোনও প্লেয়ারকে দোষ দেব না, এই ভুল নিজেদের শোধরাতে হবে, ফের হারের পর হার্দিক মেজাজ ভালো নেই? ২ মিনিটে ভালো করে নিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস 'দল বদলে অনেক মূল্য চুকিয়েছি...', BJP-তে যোগদান নিয়ে বললেন বক্সার বিজেন্দ্র সিং গান নয়, এবার সোজা মন্ত্রপাঠ! খেলতে খেলতে শুভশ্রীকে কোন মন্ত্র পড়ে শোনাল ইউভান মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৩ এপ্রিলের রাশিফল

Latest IPL News

IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র ফর্মে থাকা সুনীল নারিন কি T20 WC-এ নিজের দেশের হয়ে খেলবেন? কী বললেন KKR তারকা? IPL 2024-র থেকে T20 WC-র পিচ স্লো হবে- ক্যারিবিয়ান পিচ নিয়ে কী বললেন ওয়ার্নার? MI-এর বিরুদ্ধে দুবার শতরান! IPL-এর ইতিহাসে বিরল নজির গড়লেন যশস্বী জয়সওয়াল জয়পুরে মরুঝড় যশস্বীর ব্যাটে, সন্দীপের ৫ উইকেটে ধুলোয় মিশল MI-এর গরিমা IPL 2024: সমর্থকদের প্রত্যাশা আমাকে বিব্রত করে না- হার্দিক পান্ডিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.