বড় ঝুঁকি। অকল্পনীয় কাজ। আর তাতে অভাবনীয় সাফল্য। ইলন মাস্কের কথা ভাবলেই এই বিষয়গুলিই মাথায় আসে। কিন্তু বিশ্বের ধনীতম ব্যক্তিও ভুল করেন।
ভুলের কথা নিজেই স্বীকার করেছেন ইলন মাস্ক। তবে নিজের ভুল না বলে তাঁর সংস্থার ভুল বলা ভাল। বৈদ্যুতিক গাড়ি উত্পাদক টেসলার একটি ভুল সিদ্ধান্তের উল্লেখ করেছেন তিনি।
কী ভুল? '২০২০ সালে আমরা টেসলা মডেল এক্স-এর উত্পাদন বন্ধ করেছিলাম,' বললেন মাস্ক।
তাঁদের সেই সিদ্ধান্তকে 'ইডিয়টিক' বলে উল্লেখ করেছেন টেসলা কর্তা।
Tesla Model X ২০১৫ সালে উত্পাদন শুরু করেছিলেন মাস্ক। বলতে গেলে এই গাড়ির দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই দ্রুত বেগে এগোতে শুরু করে টেসলা।
২০২০ সালেও মডেল এক্স-এর অনেক চাহিদা ছিল। কিন্তু তার মাঝেই মডেলটি বন্ধ করে দেয় সংস্থা। তারা জানায় সেই মডেলটি অনেকটা পুরনো হয়ে গিয়েছে। আপডেট করে আবার আনা হবে।
এর ফলে মাঝে অনেকটা সময় এই গাড়ি বাজারে ছিল না। ফলে বিক্রির তালটা কোথাও যেন কেটে যায়। এরপর ২০২১ সালের শেষের দিকে আপডেটেড মডেল এক্স বাজারে এসেছে। কিন্তু আগের সেই বাজার এখনও ফিরে পায়নি নতুন গাড়িটি।
এ প্রসঙ্গে ইলন মাস্ক নিজেই বলেছেন, 'সবসময়ে সব সিদ্ধান্তই সঠিক হয় না।'
Tesla Model X: টেসলার ইলেকট্রিক SUV মডেল এক্স। এর রেঞ্জ ৫০০ কিলোমিটার। দরজা পাখির মতো করে খোলে। অনেকটা মার্সিডিজ এসএলএস-এর উইং ডোরের মতোই। তাছাড়া টেসলার অন্যান্য গাড়ির মতোই ফিচার্সে ঠাসা। বেশ আরামদায়কও। তবে এটি টেসলার সবচেয়ে জনপ্রিয় মডেল নয়।
বড় ঝুঁকি। অকল্পনীয় কাজ। আর তাতে অভাবনীয় সাফল্য। ইলন মাস্কের কথা ভাবলেই এই বিষয়গুলিই মাথায় আসে। কিন্তু বিশ্বের ধনীতম ব্যক্তিও ভুল করেন।
ভুলের কথা নিজেই স্বীকার করেছেন ইলন মাস্ক। তবে নিজের ভুল না বলে তাঁর সংস্থার ভুল বলা ভাল। বৈদ্যুতিক গাড়ি উত্পাদক টেসলার একটি ভুল সিদ্ধান্তের উল্লেখ করেছেন তিনি।
কী ভুল? '২০২০ সালে আমরা টেসলা মডেল এক্স-এর উত্পাদন বন্ধ করেছিলাম,' বললেন মাস্ক।
তাঁদের সেই সিদ্ধান্তকে 'ইডিয়টিক' বলে উল্লেখ করেছেন টেসলা কর্তা।
Tesla Model X ২০১৫ সালে উত্পাদন শুরু করেছিলেন মাস্ক। বলতে গেলে এই গাড়ির দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই দ্রুত বেগে এগোতে শুরু করে টেসলা।
২০২০ সালেও মডেল এক্স-এর অনেক চাহিদা ছিল। কিন্তু তার মাঝেই মডেলটি বন্ধ করে দেয় সংস্থা। তারা জানায় সেই মডেলটি অনেকটা পুরনো হয়ে গিয়েছে। আপডেট করে আবার আনা হবে।
এর ফলে মাঝে অনেকটা সময় এই গাড়ি বাজারে ছিল না। ফলে বিক্রির তালটা কোথাও যেন কেটে যায়। এরপর ২০২১ সালের শেষের দিকে আপডেটেড মডেল এক্স বাজারে এসেছে। কিন্তু আগের সেই বাজার এখনও ফিরে পায়নি নতুন গাড়িটি।
এ প্রসঙ্গে ইলন মাস্ক নিজেই বলেছেন, 'সবসময়ে সব সিদ্ধান্তই সঠিক হয় না।'
Tesla Model X: টেসলার ইলেকট্রিক SUV মডেল এক্স। এর রেঞ্জ ৫০০ কিলোমিটার। দরজা পাখির মতো করে খোলে। অনেকটা মার্সিডিজ এসএলএস-এর উইং ডোরের মতোই। তাছাড়া টেসলার অন্যান্য গাড়ির মতোই ফিচার্সে ঠাসা। বেশ আরামদায়কও। তবে এটি টেসলার সবচেয়ে জনপ্রিয় মডেল নয়।
|#+|
টেসলার সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি Model 3। মার্কিন মুলুকে এমনিতেই সিডানের চাহিদা বেশি। তাছাড়া এটির দাম তুলনামূলকভাবে কম।