ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর স্থানটি নেওয়ার মতো বোকা কাউকে পেলে তিনি সঙ্গে সঙ্গে পদ ছেড়ে দেবেন। তবে এই গণভোট নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ইলন ভক্তদের একাংশের দাবি, বাম-মনস্করা একযোগে টুইটারের সিইও-র পদ থেকে তাঁকে সরানোর জন্য ভোট দিয়েছেন। সেই কারণেই এই ফলাফল।
1/5টুইটার পোল মেনেই CEO পদ ছাড়বেন, জানালেন ইলন মাস্ক, ঢেলে ভোট বামপন্থীদের?
2/5সম্প্রতি ইলন মাস্ক জানান, আগামিদিনে টুইটারের যে কোনও বড়সড় নীতি বদলের আগে তার গণভোট করা হবে। সেই মতোই, তিনি টুইটারের CEO-র পদে থাকবেন কিনা, তাই নিয়ে একটি টুইটার পোল করেন। ফাইল ছবি: এএফপি
3/5পোলের ফলাফলে দেখা যায় ৫৭.৫ শতাংশ ব্যক্তিই তাঁর টুইটার সিইওর পদ থেকে সরে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন। সেই রায়ই মাথা পেতে নিয়েছেন ইলন মাস্ক। ফাইল ছবি: টুইটার
4/5তিনি জানিয়েছেন, তাঁর স্থানটি নেওয়ার মতো বোকা কাউকে পেলে তিনি সঙ্গে সঙ্গে পদ ছেড়ে দেবেন। তবে এই গণভোট নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ইলন ভক্তদের একাংশের দাবি, বামমনস্করা একযোগে টুইটারের সিইও-র পদ থেকে তাঁকে সরানোর জন্য ভোট দিয়েছেন। সেই কারণেই এই ফলাফল। ফাইল ছবি: টুইটার
5/5প্রসঙ্গত, মঙ্গলবার ধূসর টিক ভেরিফিকেশন মার্কের রোলআউট শুরু করে টুইটার। সরকারি প্রতিনিধিত্বকারী ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের পাশে এই ধূসর টিক চিহ্ন থাকবে। ফাইল ছবি: টুইটার