বাংলা নিউজ > টেকটক > টুইটার পোল মেনেই CEO পদ ছাড়বেন, জানালেন ইলন মাস্ক, ঢেলে ভোট বামপন্থীদের?

টুইটার পোল মেনেই CEO পদ ছাড়বেন, জানালেন ইলন মাস্ক, ঢেলে ভোট বামপন্থীদের?

ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর স্থানটি নেওয়ার মতো বোকা কাউকে পেলে তিনি সঙ্গে সঙ্গে পদ ছেড়ে দেবেন। তবে এই গণভোট নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ইলন ভক্তদের একাংশের দাবি, বাম-মনস্করা একযোগে টুইটারের সিইও-র পদ থেকে তাঁকে সরানোর জন্য ভোট দিয়েছেন। সেই কারণেই এই ফলাফল।