আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? অনেক সময়ে গুগল ক্রোমে কোনও কোনও ওয়েবসাইট ঠিক করে খুলতে চায় না। কিন্তু ফায়ার ফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরারে সেই সাইট সহজেই খুলে যায়। আবার এর উল্টোটাও হয়।
এবার সেই সমস্যাটাই দূর করতে উদ্যোগী ডেভেলপাররা। 'ইন্টারলপ ২০২২' নামে এক নতুন উদ্যোগে সামিল হয়েছে গুগল, মাইক্রোসফট এবং মোজিলা। সমস্ত ওয়েবসাইটই যাতে সব ব্রাউজারে সমানভাবে খোলে, তা নিশ্চিত করবে তিন সংস্থার ডেভেলপাররা।
আরও পড়ুন :সাবধান! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে ফোনের এই অ্যাপ, অবিলম্বে ডিলিট করুন
তবে এই উদ্যোগ নতুন নয়। গত ২০১৯ সাল থেকেই এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ওয়েব ব্রাউজারকে সুষ্ঠ ও সব সাইটের সঙ্গে কমপ্যাটিবল করাই এর মূল উদ্যোগ।
চলতি বছর মূলত ১৫টি দিকে নজর দেওয়া হবে। এর মধ্যে থাকছে ক্যাসকেড লেয়ার্স (এই লেয়ারগুলিতে ওয়েব পেজের একাধিক স্তর), ভিউপোর্ট ইউনিট (বিভিন্ন ব্রাউজার এবং ডিভাইসের ভিউয়িং সাইজ), গ্রিড এবং স্ক্রোলিংয়ের ধরণ ইত্যাদি সুষ্ঠ করার চেষ্টা করা হবে।
বর্তমানে, বাজার দখলের নিরিখে গুগল ক্রোম (৭৭.০৩%) এক নম্বরে। এর পরেই আছে অ্যাপেলের সাফারি (৮.৮৭%), মোজিলা ফায়ারফক্স (৭.৬৯%) এবং মাইক্রোসফট এজ (৫.৮৩%)।