বাংলা নিউজ > টেকটক > Facebook friend request glitch: এবার নির্দ্বিধায় অন্যের ফেসবুকে যেতে পারবেন, যাবে না ফ্রেন্ড রিকোয়েস্ট- রিপোর্ট

Facebook friend request glitch: এবার নির্দ্বিধায় অন্যের ফেসবুকে যেতে পারবেন, যাবে না ফ্রেন্ড রিকোয়েস্ট- রিপোর্ট

ফেসবুকে ফ্রেন্ড নয়, এমন কারও অ্যাকাউন্টে ঢুকলে 'ফ্রেন্ড রিকোয়েস্ট' চলে যাবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

গত সপ্তাহে কয়েক ঘণ্টায় ফেসবুকে বিভ্রাটের অভিযোগ তোলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজারর। তাঁরা দাবি করেন, ‘ফ্রেন্ড’ নয়, এমন কারও অ্যাকাউন্টে ঢুকলেই তাঁর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়।

'ফ্রেন্ড' নয়, এমন কারও অ্যাকাউন্টে ঢুকলেই আর 'ফ্রেন্ড রিকোয়েস্ট' চলে যাবে না। একটি রিপোর্টে এমনই দাবি করা হল। ওই মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, যে গোলযোগের (প্রযুক্তির পরিভাষায় ‘বাগ’) কারণে অজান্তেই ফেসবুকে অচেনাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছিল, তা ঠিক করে নিয়েছে মেটার মালিকাধীন ফেসবুক। সেই গোলযোগের কারণে মার্ক জুকারবার্গের সংস্থার থেকে ক্ষমাও চাওয়া হয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম দ্য ডেইলি বিস্টের প্রতিবেদন অনুযায়ী, একটি 'বাগ'-র কারণে ফেসবুকে অচেনাদের অ্যাকাউন্টে ঢুকলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট' চলে যাচ্ছিল। সেই ‘বাগ’ ঠিক করে দিয়েছে ফেসবুক। অপর একটি রিপোর্ট অনুযায়ী, ফেসবুকের তরফে বলা হয়েছে যে 'সম্প্রতি অ্যাপ আপডেটের ক্ষেত্রে একটি যে বাগ ধরা পড়েছিল, সেটা ঠিক করে নেওয়া হয়েছে। যে বাগের কারণে ভুলবশত ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছিল। সেটা আমরা বন্ধ করে দিয়েছি। এটার কারণে যে সমস্যা হয়েছে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুন: অচেনা, বিদেশি নম্বর থেকে ফোন পাচ্ছেন অনেকেই! ‘কমবে,’ বলছে WhatsApp

গত সপ্তাহে কয়েক ঘণ্টায় ফেসবুকে বিভ্রাটের অভিযোগ তোলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজাররা। তাঁরা দাবি করেন, ‘ফ্রেন্ড’ নয়, এমন কারও অ্যাকাউন্টে ঢুকলেই তাঁর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। অনেকে মজা করে বলতে থাকেন, ব্যস, আর কিছু করা যাবে না। এক নেটিজেন বলেন, ‘ফেসবুক যে এভাবে পাড়ার কাকিমাদের মতো কুচুটেপনা করবে... ভাবতেও পারিনি।’ অপর একজন বলেন, ‘আমি যাকে স্টক করি, ভাগ্যিস সে আমার ফ্রেন্ডলিস্টে আছে।’

আরও পড়ুন: WhatsApp কি আড়ি পেতে সবার কথা শোনে? তদন্তের নির্দেশ কেন্দ্রের

এক নেটিজেন আবার বলেছিলেন, ‘সকাল থেকে টুকটাক করে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছিল, যেটা সাধারণত হয় না। অতটা পাত্তা দিইনি। যখন সকলের পোস্ট দেখছি এই বিষয়ে, তখন নিজে ট্রাই করতে গিয়ে কয়েকজনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে, কিছু প্রিয় মানুষের কাছে গিয়েছে। আবার কিছু এমন কয়েকজনের কাছে গিয়েছে, যাঁদেরকে আমি কোনদিনও রিকোয়েস্ট পাঠাতে চাই না। যাই হোক, অ্যাকসেপ্ট করলে তখন মুছে ফেলতে হবে। সবাই খুব সাবধান, আজ ভুল করেও এক্সকে স্টক করতে যেও না, তবে ক্রাশকে স্টক করতেই পার আজ।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন