বাংলা নিউজ > টেকটক > পরিষেবা ব্যাহত হওয়ার পর ‘বিক্রি হচ্ছে’ Facebook-র ডোমেইন, চলল 'দর হাঁকাও'

পরিষেবা ব্যাহত হওয়ার পর ‘বিক্রি হচ্ছে’ Facebook-র ডোমেইন, চলল 'দর হাঁকাও'

প্রতীকী ছবি : টুইটার  (Twitter)

মজার ছলে অনেকে বিডিং-ও শুরু করে দেন।

সোমবার ছ'ঘণ্টা। ফেসবুকের ইঞ্জিনিয়ারদের যে এই দিনটা বহুদিন মনে থাকবে, তাই নিয়ে কোনও সন্দেহ নেই। একইসঙ্গে বিশ্বব্যাপী থমকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

তবে এতে শুধু ফেসবুকই গেরোয় পড়েছিল, তা কিন্তু নয়। বহু ছোটো এবং মাঝারি ব্যবসাই সম্পূর্ণ রূপে এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। চলে বহু অনলাইন মার্কেটিং, সেলস, ভিডিয়ো প্রোডাকশান, ইনফ্লুয়েন্সার সংস্থা।

ফেসবুকের বিবৃতি

'কনফিগারেশান বদলের ত্রুটি' (faulty configuration change) এই অবস্থার জন্য দায়ী বলে জানিয়েছে সংস্থা। নিজেদের ব্লগ পোস্টে এমনটাই উল্লেখ করে সোশ্যাল মিডিয়া জায়েন্ট। এই কনফিগারেশান কাদের করা বা এটি অন্তর্ঘাত কিনা সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক।

বলা হয়, 'আমাদের ইঞ্জিনিয়ারিং টিম জানতে পেরেছে যে রাউটারগুলিতে কনফিগারেশন চেঞ্জে গলদের ফলে আমাদের ডেটা সেন্টারগুলির মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিকের সমন্বয়ে সমস্যা হচ্ছিল। এর ফলে কানেকশান ব্যাহত হয়। নেটওয়ার্ক ট্রাফিকের এই বিঘ্ন আমাদের ডেটা সেন্টারগুলির কানেকশানের পথে একটি ক্যাসকেডিং প্রভাব ফেলে। আমাদের পরিষেবাগুলি এই কারণে বন্ধ হয়ে গিয়েছিল। '

ফেসবুকের সমস্ত পরিষেবা একসঙ্গে বন্ধ হওয়ার সবচেয়ে মূল কারণ হল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম-সহ ফেসবুকের সমস্ত অ্যাপ একই ইনফ্রাস্টাকচারের উপর নির্ভরশীল। ফেসবুকের এতে সুবিধা প্রচুর। বৃহত্তর ক্ষেত্রে তারা সমস্ত ডেটা একই ছাদের তলায় আনতে পারছে। অ্যাডভার্টাজিং-এর ব্যবসা থেকে বিভিন্ন ক্ষেত্রে এর ফায়দা মেলে। কিন্তু এই ধরণের বিঘ্ন হলে তিনটিই একসঙ্গে বন্ধ হওয়ার প্রবল ঝুঁকিও রয়েছে।

বিজিপি কী?

প্রায় প্রতিটি অন্যান্য ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর বিজিপি থাকে। ফেসবুকেরও নিজস্ব আছে। আপনি যখন ওয়েব ব্রাউজারে facebook.com এ ক্লিক করেন তখন ফেসবুক ডট কম খুঁজে পেতে আপনার ফোন বা কম্পিউটারের ওয়েব ব্রাউজার একটি মানচিত্র ব্যবহার করে। BGP রাউটারগুলিতে কনফিগার করা হয়। এটি ফেসবুকের সার্ভারগুলিকে ইন্টারনেটের সঙ্গে সংযোগ করতে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্য করে।

ভারতীয় সময়ে ৪ অক্টোবর রাত ৯টা ১০ মিনিট নাগাদ যখন ফেসবুকে কেউ এই বিজিপি-র আপডেট করেন। আপডেটের পরেই এই বিজিপি-তে গলদ দেখা যায়। ফলে ফোনে ফেসবুক অ্যাপ বা ওয়েব ব্রাউজারে যখন facebook.com খোলার চেষ্টা করা হচ্ছিল, তখন ব্রাউজার মানচিত্র থেকে সেটা খুঁজে পাচ্ছিল না। আর সেই কারণেই সাইটে পৌঁছনো যাচ্ছে না বলে দেখাচ্ছিল ব্রাউজারে।

আপডেট কনফিগার বা অ্যাপ্লাই করার সময়ে হয় তো কোনও কর্মীর ত্রুটি, অথবা স্রেফ সফটওয়্যারের ত্রুটির কারণে সঠিকভাবে পরিকল্পনামাফিক আপডেটটি হয়নি। যেহেতু ফেসবুকের প্রতিটি ব্যবসা একত্রিত তাই এই একটি কারণেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম একইসঙ্গে থমকে যায়।

Facebook.com ডোমেইন বিক্রির জন্য উপলব্ধ?

টুইটার, রেডিটে অনেকে স্ক্রিনশট দিতে শুরু করেন। ডোমেইন বিক্রয়কারী সংস্থার ওয়েবসাইটে দেখাচ্ছে, ‘Facebook.com আপ ফর সেল’। এতে অনেকেই ভেবে বসেন ফেসবুকের ডোমেইন বোধ হয় বিক্রির জন্য উপলব্ধ। এমনকী মজার ছলে অনেকে বিডিং-ও শুরু করে দেন। তবে এমনটা মোটেই নয়।

এ বিষয়ে মজা করে একটি রিটুইট করেন টুইটারের প্রধান জ্যাক ডরসিও। 

BGP-তে গন্ডগোল হতেই ফেসবুক অফলাইন হয়ে যায়। ফলে তার ডোমেইন নেম সিস্টেম (DNS) আনরিচেবল হয়ে যায়।

DNS-কে ইন্টারনেটের ফোনবুক হিসেবে ভাবতে পারেন। অন্যদিকে BGP হল সেই সূচীপত্র যা আপনাকে সঠিক পাতায় নিয়ে যাবে। বিজিপি ত্রুটির ফলে ফেসবুকের ডিএনএস এবং অ্যাপ কার্যত অদৃশ্য হয়ে যায়। পথ, এবং গন্তব্য, উভয়ই হাওয়া!

এর মানে হল, যে ওয়েবসাইটগুলি ডোমেইন নেম বিক্রি করে, এবং স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় ডোমেন নামগুলি অনুসন্ধান করে তারা অটোম্যাটিকালি বিক্রির জন্য facebook.com তালিকাভুক্ত করতে শুরু করে দেয়। যদিও ডোমেইন বিক্রয়কারী সংস্থাগুলি এটি ম্যানুয়ালি সংশোধন করে ফেলে।

টেকটক খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.