জাল লোন অ্যাপের ফাঁদে পড়ে, প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকেরা। তাই এবার গ্রাহক সুরক্ষার্থে, জাল লোন অ্যাপ শনাক্ত করতে বড় পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রকাশ্যে ডিজিটাল লেনদেন অ্যাপগুলির ডেটা সংগ্রহ করার প্রস্তাব রেখেছে। এর দরুণ যে যে অ্যাপগুলো কোনও অনুমোদন ছাড়াই বাজারে প্রভাব জমিয়েছে তাদের খুঁজে নেওয়া সহজ হবে। ইউপিআই পরিষেবাও আরও সহজতর করতে কেন্দ্রীয় ব্যাঙ্ক 'ডেলিগেটেড পেমেন্টস' সুবিধা চালু করার প্রস্তাব পেশ করেছে।
আরও পড়ুন: (World's First Computer: জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার, ২০০০ বছরের পুরনো ‘কমপিউটার’, অবাক বিজ্ঞানীরা)
উল্লেখ্য, মুদ্রা নীতি কমিটির (এমপিসি) তিন দিনের বৈঠকে বসে একাধিক গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তথ্য প্রদান করে, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে কেন্দ্রীয় ব্যাঙ্ক ভারতে ডিজিটাল ঋণের ল্যান্ডস্কেপের পদ্ধতিগত বিকাশের জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে, অনুমোদন ছাড়াই ডিজিটাল লোন অ্যাপস থেকে উদ্ভূত সমস্যাগুলি মোকাবেলা করার জন্য, রিজার্ভ ব্যাঙ্ক নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোকে এই অ্যাপগুলোর ডেটা সংগ্রহ করার প্রস্তাব দিয়েছে৷
আরও পড়ুন: (Misson Gaganyaan: মহাকাশে গিয়ে পাঁচটি পরীক্ষা চালাবেন গগনযাত্রী, গগনযান প্রসঙ্গে যা যা বলেছেন ইসরো প্রধান)
দাস বলেছেন যে নিয়ন্ত্রিত সংস্থাগুলি (আরই) এতে তাদের ডিএলএ (Delegated Lending Authority) সম্পর্কে তথ্য সরবরাহ করবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আপডেটও করবে। এই পদক্ষেপ গ্রাহকদের অনুমোদনহীন লোন অ্যাপ শনাক্ত করতে সাহায্য করবে।
কারণ দেশে বর্তমানে অনলাইনে ভুয়ো ঋণ অ্যাপ সংক্রান্ত কেলেঙ্কারি বাড়ছে। গত মাসে, ২২ বছর বয়সী এক মহিলা ক্রেডিট কুইক চেক বা ভেলোক্রেডিট নামক একটি অ্যাপের শিকার হয়েছিলেন। ওই মহিলা দাবি করেছিলেন যে টাকা দেওয়ার দাবিতে অশ্লীল ছবি, গালিগালাজ ও টেক্সট দিয়ে প্রতারকরা তাঁকে হয়রানিও করেছিলেন।
আরও পড়ুন: (Internet Shutdowns: ইন্টারনেট বন্ধের অর্থনৈতিক-সামাজিক প্রভাব মূল্যায়ন করেনি সরকার, অকপট মন্ত্রী)
কারা এই সুবিধা পাবেন
এছাড়াও এদিন ইউপিআই-এর মাধ্যমে 'ডেলিগেটেড পেমেন্টস' প্রবর্তনের বিষয়ে, গভর্নর দাস বলেছেন যে এই সিস্টেমে একজন ব্যক্তিকে অন্য ব্যক্তিকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি সীমা পর্যন্ত ইউপিআই লেনদেন করার অনুমতি দিতে পারবেন। এর জন্য, দ্বিতীয় ব্যবহারকারীকর ইউপিআই-এর সঙ্গে লিঙ্কযুক্ত একটি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুলতে হবে না। তিনি বলেছেন, এর ফলে ডিজিটাল পেমেন্টের নাগাল ও ব্যবহার আরও বাড়বে।