পুজোর ছুটি তো আসছে। এখন থেকে অনেকেই দূরপাল্লার ট্রেনে টিকিট কাটছেন। কাউন্টারে গিয়ে রিজার্ভেশন টিকিট কাটার দিন প্রায় শেষ। কিন্তু এবার অনলাইনে টিকিট কাটার সময় সাবধান। ইন্ডিয়ান রেলওয়ে ক্য়াটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন( Indian Railway Catering and Tourism Corporation) IRCTC এনিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে। তাদের দাবি, একটি বিশেষ ধরনের ভুয়ো অ্য়াপ আইআরসিটিসির নকল করে ঘুরছে মোবাইলে। এদিকে আপনি যদি এই অ্য়াপ দিয়ে টিকিট কাটতে যান তাহলেই ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।
আইআরসিটিসি জানিয়েছে, একটা ভুয়ো মোবাইল অ্যাপ ঘুরছে। প্রতারকরা এই অ্যাপের মাধ্য়মে নানা ধরনের লিঙ্ক পাঠাচ্ছে। আইআরসিটিসি রেল কানেক্ট নামে সেই অ্যাপ ডাউনলোড করার ব্যাপারে প্রলোভন দেওয়া হচ্ছে। কিন্তু সেই অ্যাপ ডাউনলোড করে টিকিট কাটতে গেলেই সব টাকা ফাঁকা হয়ে যেতে পারে।
আইআরসিটিসি জানিয়েছে কোনওভাবেই ওই লিঙ্কের মাধ্য়মে আইআরসিটিসির নামে ওই ভুয়ো অ্যাপে যাবেন না। এর সঙ্গে আইআরসিটিসির কোনও সম্পর্ক নেই। কেবলমাত্র গুগল প্লে স্টোরের মাধ্যমেই অথবা অ্যাপেল অ্যাপ স্টোরের মাধ্য়মে আসল অ্যাপ ডাউনলোড করা যায়। অর্থাৎ আইআরসিটিসির যেটা অফিসিয়াল অ্যাপ সেটার উপরই ভরসা রাখুন। কোনওভাবেই ভুয়ো অ্যাপের উপর ভরসা রাখবেন না। বড় বিপদ হতে পারে।
মূলত ভুল লিঙ্ক পাঠিয়ে আইআরসিটিসির নাম করে প্রতারণার ছক কষেছে প্রতারকরা। সেক্ষেত্রে সাবধান না হলেই বিপদ। মূলত এই টিকিট কাটা সম্পর্কে যাদের অভিজ্ঞতা কিছুটা কম তাদেরকেই টার্গেট করছে প্রতারকরা। কিন্তু কীভাবে আপনি সতর্ক হবেন তারও দিশা দেখিয়েছে আইআরসিটিসি।
সংস্থার তরফে বলা হয়েছে কেবলমাত্র কেবলমাত্র গুগল প্লে স্টোরের মাধ্যমেই অথবা অ্যাপেল অ্যাপ স্টোরের মাধ্য়মে এই আসল অ্যাপ ডাউনলোড করা যায়। অর্থাৎ আইআরসিটিসির যেটা অফিসিয়াল অ্যাপ সেটার উপরই ভরসা রাখুন।কোনওভাবেই প্রতারণার ফাঁদে পা দেবেন না। আপনারা https://irctc.co.in এভাবেই আইআরসিটিসির কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোনওভাবে সন্দেহজনক কিছু মনে হলে দ্রুত কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।